আন্তর্জাতিক ডেস্ক : সাম্প্রদায়িকতাকে কোনও কালেই পাত্তা দেয়নি কলকাতা। হিন্দু-মুসলিম নিয়ে যখন আশ-পাশের অন্য প্রান্ত আগুন জ্বলেছে তখন সম্প্রীতির শ্বেত পায়রা উড়েছে কলকাতার আকাশে। কলকাতা আবারও প্রমাণ করল, 'আমি কলকাতা'। আমিই দৃষ্টান্ত স্থাপন করি।
গনেশ পুজাতে মুম্বাইয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির যে ছবি দেখা যায়, কলকাতাতেও সেই একই ছবি। ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ ধর্মে দীক্ষিত কল্লোলিনী কলকাতা। মসজিদের পাশেই তৈরি হচ্ছে পুজার মণ্ডপ। 'বিভেদের মাঝে দেখ মিলন মহান'।
বাঙালি হিন্দুদের উৎসব দুর্গা পুজায় সেজে উঠছে কলকাতা। রাস্তা থেকে রাজবাড়ি, অলি গলি থেকে দালান কোঠা, আলোর রোশনাইতে নিজের রূপে 'মাতৃ রূপেণ সংস্থিতা' হবে ভারতের একদা রাজধানী। আর তাতে সামিল মসজিদ থেকে গির্জা, সব ধর্মস্থানই। দক্ষিণ কলকাতার নামজাদা পুজা গুলোর মধ্যে অন্যতম একটি হল চেতলা অগ্রণীর পুজা।
৩০ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি