সোমবার, ০৮ আগস্ট, ২০১৬, ০২:২০:৫৯

পাকিস্তানে হাসপাতালে বিস্ফোরণে নিহত ৪২

পাকিস্তানে হাসপাতালে বিস্ফোরণে নিহত ৪২

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তানের একটি হাসপাতালে বিস্ফোরণে অন্তত ৪২ জন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। আরও অনেকে আহত হয়েছেন বলে খবরে বলা হয়েছে।

দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সহিংসতাপূর্ণ কোয়েটার সিভিল হাসপাতালে সোমবার সকালের প্রচণ্ড ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।

বেলুচিস্তানের স্বরাষ্ট্র সচিব আকবর হারিফাল জানিয়েছেন, এর আগে কোয়েটা শহরেই অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত বেলুচিস্তান বার অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট বিলাল আনওয়ার কাসির লাশের পাশে আইনজীবী ও সাংবাদিকরাসহ শোকাহতরা জড়ো হওয়ার সময় ওই বিস্ফোরণ ঘটে।

স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি বলেন, আত্মঘাতী এক বোমা হামলাকারী ওই বিস্ফোরণ ঘটিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।    

ফরিদুল্লাহ নামে ঘটনাস্থলে উপস্থিত এক সাংবাদিক রয়টার্সকে বলেন, বোমাটি যখন বিস্ফোরিত হয় তখন ৫০ জনের বেশি মানুষ কাসির লাশ নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে ঢুকছিলেন।

তাৎক্ষণিকভাবে হামলার জন্য কেউ দায় স্বীকার করেনি।

আহতদের মধ্যে বেলুচিস্তান বার অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট বাজ মোহাম্মদ কাকারসহ বেশ কয়েকজন আইনজীবী রয়েছেন। হামলার সময় ঘটনাস্থলে গুলির আওয়াজও শোনা গেছে।

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, গত সপ্তাহে এক সহকর্মীকে হত্যার প্রতিবাদে দুদিনের আদালত বর্জন কর্মসূচি ঘোষণা করেছিলে তিনি।
০৮ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে