আন্তর্জাতিক ডেস্ক : এবার ফিসটেল এয়ারের বিমান নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। সাতজন আরোহী নিয়ে নেপালের বেসরকারি ফিসটেল এয়ারের একটি হেলিকপ্টারের খোঁজ মিলছে না।
সোমবার গোরখা থেকে রাজধানী কাঠমাণ্ডু যাওয়ার পথে হেলিকপ্টারটি নিখোঁজ হয়। এ দিয়েছে খবর হিন্দুস্তান টাইমস।
কর্তৃপক্ষের ধারণা, হেলিকপ্টারটি উত্তর কাঠমাণ্ডুর নোয়াকোট জেলায় বিধ্বস্ত হয়েছে। কারণ সেখানকার এক বাসিন্দা বনের মধ্যে ধোঁয়া উড়তে দেখেছেন।
নোয়াকোট জেলার প্রধান কর্মকর্তা বিষ্ণু পোখরেল জানিয়েছেন, স্থানীয়রা বনের মধ্যে ব্যাপক অগ্নিকাণ্ডের খবর দিলে সেখানে পুলিশ পাঠানো হয়।
নেপালের সিভিল এভিয়েশন অথরিটির মুখপাত্র দেবেন্দ্র কেসি বলেছেন, স্থানীয় সময় দুপুর ১টার দিকে হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
তিনি জানান, নিখোঁজ হেলিকপ্টারের সন্ধানে সেখানে আরেকটি হেলিকপ্টার পাঠানো হয়েছে।
৮ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম