সোমবার, ০৮ আগস্ট, ২০১৬, ০৮:৩৬:০৭

এক পরিবারের চার সদস্য আত্মঘাতী, কারণ ঘিরে চাঞ্চল্য

এক পরিবারের চার সদস্য আত্মঘাতী, কারণ ঘিরে চাঞ্চল্য

আন্তর্জাতিক ডেস্ক: দুই সন্তান সহ এক দম্পত্তির আত্মহত্যা ঘিরে চাঞ্চল্য ছড়াল চন্দননগরে। ঠিক কী কারণে এই ঘটনা তা খুঁজতে তদন্তে নেমেছে পুলিশ।

পেশায় ফল বিক্রেতা সুরজিৎ মণ্ডল, তাঁর স্ত্রী ও দুই সন্তানের মৃত্যু নিয়ে রহস্য দানা বেঁধেছে। এদিন সকালে দীর্ঘক্ষণ ঘরের দরজা না খোলায় সন্দেহ হয় সুরজিত মণ্ডলের বোনের। এর পরে দরজা ভেঙে ঘরে ঢুকতেই দেখা যায় একটি ঘরে সুরজিৎ ও তাঁর স্ত্রী অসীমা ও অন্য একটি ঘরে তাঁদের আট বছরের ছেলে ও দশ বছরের মেয়ের মৃতদেহ। তাঁদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং পুলিশকে খবর দেওয়া হয়।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অনেক টাকার দেনা করেছিলেন সুরজিৎ। আর টাকা শোধ করার চাপ নিতে না পেরেই সুরজিৎ সপরিবার আত্মঘাতী হয়েছেন। হুগলি জেলার চন্দননগরের হরিদ্রাদাঙ্গার মদনমোহন কলোনির বাসিন্দাদের দাবি, গত কিছুদিন ধরেই সুরজিৎ-এর বাড়িতে পাওনাদারদের আনাগোনা দেখা যাচ্ছিল।-এবেলা
৮ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে