আন্তর্জাতিক ডেস্ক : কর্মচারীদের বকেয়া বেতন সমাধানে একটি নির্দেশনা জারি করেছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। এজন্য তিনি ১০০ মিলিয়ন রিয়ালের একটি তহবিল গঠনের ঘোষণাও দিয়েছেন।
সোমবার তিনি এ নির্দেশনা জারি করেন। এ খবর জানা গেছে আরব নিউজের এক প্রতিবেদনে।
এর একদিন আগে যথাসময়ে কর্মচারীদের বেতন-ভাতা দিতে কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানান সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল আশায়খ।
শ্রম ও সামাজিক উন্নয়নমন্ত্রী মুফারেজ আল-হাকাবানি সোমবার বলেন, নিবন্ধিত সব কোম্পানিকে সরকার নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী সব শ্রমিককে তার পূর্ণ মজুরি দিতে শ্রম মন্ত্রণালয়কে জরুরি ভিত্তিতে সর্বোচ্চ ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।
সৌদি প্রেস এজেন্সি জানায়, বেতন বকেয়া রাখা কোম্পানিগুলোর নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তবে সেসব কোম্পানিকে দ্রুত চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন বাদশাহ।
ঠিক সময়ে বেতন পরিশোধ না করায় সৌদি আরবের বিভিন্ন কোম্পানির বিরুদ্ধে অভিযোগ করে কর্মচারীরা। বকেয়া বেতনের দাবিতে কয়েকদিন আগে জেদ্দায় সড়ক অবরোধের মতো ঘটনাও ঘটে।
কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি যেসব কর্মী তাদের দেশে ফিরে যেতে চায়, তাদের জন্য সব রকম ব্যবস্থা করতে শ্রম মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন বাদশাহ সালমান। এজন্য তিনি দেশের বিমান সংস্থার সঙ্গেও আলোচনার তাগিদ দিয়েছেন।
বাদশাহ’র নির্দেশে সমস্যায় থাকা শ্রমিকদের জন্য ১০০ মিলিয়ন সৌদি রিয়ালের একটি তহবিলও গঠন করেছে বলে জানায় শ্রম মন্ত্রণালয়।
৮ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম