বুধবার, ০১ জানুয়ারী, ২০২৫, ১০:২০:৩৪

আন্তর্জাতিক সংস্থায় চাকরি, বেতন ১,৮৩,৫১৭ টাকা

আন্তর্জাতিক সংস্থায় চাকরি, বেতন ১,৮৩,৫১৭ টাকা

এমটিনিউজ২৪জবস : আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্র্যাকটিক্যাল অ্যাকশন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি বাংলাদেশে প্রজেক্ট লিড—অ্যান্টিসিপেটেড এফসিডিও ফান্ডেড দ্য ওশেন কমিউনিটি এমপাওয়ারমেন্ট অ্যান্ড নেচার (ওশেন) গ্র্যান্টস পদে কর্মী নিয়োগ দেবে। 

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: প্রজেক্ট লিড-অ্যান্টিসিপেটেড এফসিডিও ফান্ডেড দ্য ওশেন কমিউনিটি এমপাওয়ারমেন্ট অ্যান্ড নেচার (ওশেন) গ্র্যান্টস

পদসংখ্যা: ১

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মেরিন সায়েন্স, এনভায়রনমেন্ট সায়েন্স, ওশেনোগ্রাফি, জিওগ্রাফি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এনভায়রমেন্ট, ওয়েস্ট ম্যানেজমেন্টে (বিশেষ করে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট) অন্তত ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। মিউনিসিপ্যালিটি/সিটি করপোরেশন, সরকার, বাণিজ্যিক প্রতিষ্ঠান বা ইয়ুথ গ্রুপে ওয়েস্ট অ্যান্ড স্যানিটেশন ভ্যালু চেইনে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

কো–অর্ডিনেশন, টিম ম্যানেজমেন্ট, রিপোর্টিং ও উপস্থাপনায় দক্ষ হতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। অ্যানালিটিক্যাল দক্ষতাসহ যোগাযোগে দক্ষ হতে হবে। প্রজেক্ট ও বাজেট ম্যানেজমেন্টে দক্ষতা থাকতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: দুই বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)

কর্মস্থল: ঢাকা

বেতন: মাসিক বেতন ১,৪৩,৯২০ থেকে ১,৮৩,৫১৭ টাকা (আলোচনা সাপেক্ষে)। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ–সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ২০ জানুয়ারি ২০২৫।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে