এমটিনিউজ২৪জবস : প্রাণিসম্পদ অধিদফতরের ১৬ গ্রেডভুক্ত ১৩ ক্যাটাগরির কয়েকটি পদের প্রাক্-নির্বাচনী/লিখিত পরীক্ষার সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ এপ্রিল) এ বিজ্ঞপ্তি প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাণিসম্পদ অধিদফতরের ১৬ গ্রেডভুক্ত ১৩ ক্যাটাগরি কয়েকটি পদের প্রাক্-নির্বাচনী/লিখিত পরীক্ষা আগামী ২ মে (শুক্রবার) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল।
কিন্তু অনিবার্য কারণে ক্যাশিয়ার, স্টোরকিপার, সহকারী স্টোরকিপার/সহকারী গুদাম রক্ষক ও ল্যাবরেটরি টেকনিশিয়ান (নিম্ন স্কেল) পদের পরীক্ষার সময়সূচি সংশোধন করা হলো। আর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং ড্রাইভার (সব পদ) পদের পরীক্ষার তারিখ ও সময় সূচি অপরিবর্তিত থাকবে।
নতুন সূচি অনুযায়ী, ক্যাশিয়ার পদের পরীক্ষা ২ মে বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত; স্টোরকিপার পদের পরীক্ষা ৩ মে সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত; সহকারী স্টোরকিপার/সহকারী গুদাম রক্ষক পদের পরীক্ষা ৩ মে বেলা ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত; ল্যাবরেটরি টেকনেশিয়ান (নিম্ন স্কেল) পদের পরীক্ষা ৩ মে বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
এসব পদে আবেদনকারীকে (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও ড্রাইভার পদ ব্যতীত) পরীক্ষার প্রবেশপত্র প্রাণিসম্পদ অধিদফতরের ওয়েবসাইট থেকে পুনরায় ডাউনলোড করার জন্য অনুরোধ করা হলো। নিয়োগ পরীক্ষাসংক্রান্ত সব তথ্য প্রাণিসম্পদ অধিদফতরের ওয়েবসাইট এ পাওয়া যাবে।