এমটিনিউজ২৪জবস : জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিমানবাহিনী। সশস্ত্র এ বাহিনীতে স্বল্পমেয়াদি কোর্স ও বিশেষ স্বল্পমেয়াদি কমিশন কোর্সে ‘অফিসার ক্যাডেট’ হিসেবে সারা দেশ থেকে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে ২৮ জুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আবেদন ১ জুলাই থেকে আবেদন শুরু হয়ে চলবে ২৭ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত অফিসার ক্যাডেটরা প্রশিক্ষণকালীন মাসিক ১০,০০০ টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে সরকারি কাঠামো অনুযায়ী বেতন-ভাতা প্রাপ্য হবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বিমানবাহিনী;
১. পদের নাম: ইঞ্জিনিয়ারিং;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
আবেদনের যোগ্যতা—
*মাধ্যমিক বা সমমান ও উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগে পাস হতে হবে;
*চতুর্থ বিষয় ব্যতীত পদার্থ, গণিত ও রসায়নে ন্যূনতম লেটার গ্রেড ‘এ’-সহ জিপিএ ন্যূনতম ৪.৫০ থাকতে হবে;
২. পদের নাম: এটিসি/এডিডব্লিউসি;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
আবেদনের যোগ্যতা—
*মাধ্যমিক বা সমমান ও উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগে পাস হতে হবে;
*পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড ‘এ’-সহ জিপিএ ন্যূনতম ৪.৫০ থাকতে হবে;
৩. পদের নাম: ফিন্যান্স;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
আবেদনের যোগ্যতা—
*মাধ্যমিক বা সমমান ও উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষায় গণিত অথবা হিসাববিজ্ঞানে পাস হতে হবে;
*ন্যূনতম লেটার গ্রেড ‘এ’-সহ জিপিএ ন্যূনতম ৪.৫০ থাকতে হবে;
৪. পদের নাম: মিটিওরলজি;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
আবেদনের যোগ্যতা—
*মাধ্যমিক বা সমমান ও উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগে পাস হতে হবে;
*পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড ‘এ’-সহ জিপিএ ন্যূনতম ৪.৫০ থাকতে হবে;
৫. পদের নাম: শিক্ষা (পদার্থ, গণিত ও সাইকোলজি);
পদসংখ্যা: নির্ধারিত নয়;
আবেদনের যোগ্যতা: মাধ্যমিক বা সমমান ও উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষায় জিপিএ ন্যূনতম ৪ থাকতে হবে;
বেতন: প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটরা মাসিক ১০,০০০ টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে সরকারি কাঠামো অনুযায়ী বেতন-ভাতা প্রাপ্য হবেন;
প্রার্থীর বয়স: ২০-৩৫ বছরের মধ্যে হতে হবে;
উচ্চতা: পুরুষ ন্যূনতম ৬৪ ইঞ্চি ও নারী ৬২ ইঞ্চি;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২৭ আগস্ট ২০২৫;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বাংলাদেশ বিমান বাহিনীর অফিশিয়াল ওয়েবসাইট