এমটিনিউজ২৪জবস : স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে পঞ্চগড় সিভিল সার্জন ও তার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে চার ক্যাটাগরির ৩০টি পদে ‘পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি’ প্রকাশ করা হয়েছে। ১৩ থেকে ১৬তম গ্রেডভুক্ত এসব পদে শুধু পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে আগামী ৪ নভেম্বর পর্যন্ত।
পদের নাম ও বিবরণ
১। কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ টাইপ করার গতি থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল ও গ্রেড: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
২। পরিসংখ্যানবিদ
পদ সংখ্যা: ০২
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান, গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
বেতন স্কেল ও গ্রেড: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
৩। স্বাস্থ্য সহকারী
পদ সংখ্যা: ২৫
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অথবা অষ্টম শ্রেণি পাস হতে হবে।
বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৪। গাড়িচালক
পদ সংখ্যা: ০২
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অথবা অষ্টম শ্রেণি পাস হতে হবে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের ইস্যুকৃত হালকা/ভারী গাড়ি চালনার বৈধ ও হালনাগাদ ড্রাইভিং লাইসেন্সসহ কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল ও গ্রেড: ৯,৭০০–২৩,৪৯০ টাকা এবং ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৫/১৬)
বয়সসীমা
৪ নভেম্বর ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের http://cspqr.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদন ফি
পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ মোট ১১২ টাকা আবেদন জমার ৭২ ঘণ্টার মধ্যে পরিশোধ করতে হবে।
আবেদনের সময়সীমা
আবেদন শুরু: ১৫ অক্টোবর ২০২৫, সকাল ১০টা
আবেদন শেষ: ৪ নভেম্বর ২০২৫, বিকেল ৫টা
শর্তাবলি
১। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
২। একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না। একাধিক পদে আবেদন করলে সব আবেদন বাতিল বলে গণ্য হবে।
৩। কোনো প্রার্থী বিদেশি নাগরিককে বিবাহ করলে বা বিবাহের অঙ্গীকার করলে তিনি আবেদনের অযোগ্য হবেন।
৪। স্বাস্থ্য অধিদপ্তরের ২০১৮ সালের এবং সিভিল সার্জনের কার্যালয়, পঞ্চগড়ের ২০২৪ সালের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা স্বাস্থ্য সহকারী পদে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই—পূর্বের আবেদন বহাল থাকবে।
নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশ করা হবে।