এমটিনিউজ২৪জবস : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় স্থানীয় সরকার বিভাগের অধীনে দেশের বিভিন্ন পৌরসভায় ৮৯৭টি শূন্য পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বিভিন্ন পদের জন্য আগ্রহী ও যোগ্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করেছে স্থানীয় সরকার বিভাগ। অনলাইনে আবেদন শুরু হবে ২০ নভেম্বর থেকে।
আবেদনে বয়সসীমা : ১/১১/২০২৫ তারিখের হিসেবে আবেদনকারী প্রার্থীর বয়স ধরা হবে।
বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি সনদ গ্রহণযোগ্য।
আবেদনের প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
আবেদন ফি : ১ থেকে ১০ নম্বর পদের জন্য আবেদন ফি ২২৩ টাকা, ১১ নম্বর পদের জন্য ১৬৮ টাকা এবং ১২ নম্বর পদের জন্য আবেদন ফি ১১২টাকা।
তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর নাগরিকদের জন্য আবেদন ফি ৫০ টাকা।
আবেদনের সময়সীমা: অনলাইনে আবেদন শুরু হবে ২০ নভেম্বর সকাল ১০টা।
অনলাইনে আবেদন জমাদানের শেষ দিন: ১৫ ডিসেম্বর বিকেল ৫টা।
আবেদন ফি জমাদানের শেষ সময়: অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে।
পরীক্ষার তথ্য: পরীক্ষার তারিখ, সময় ও স্থান যোগ্য প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে এবং স্থানীয় সরকার বিভাগের ওয়েবসাইটে জানানো হবে।