বৃহস্পতিবার, ০১ জানুয়ারী, ২০২৬, ০৮:৩৪:৫২

বিশাল নিয়োগ কৃষি মন্ত্রণালয়ে, আবেদন অনলাইনে

বিশাল নিয়োগ কৃষি মন্ত্রণালয়ে, আবেদন অনলাইনে

এমটিনিউজ২৪জবস : কৃষি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ১২ থেকে ২০তম গ্রেডে ২৬টি পদে নিয়োগের জন্য আবেদন চলছে। আবেদন করার শেষ দিন ২৮ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫টা। শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।

পদের নাম ও সংখ্যা:

১. সরেজমিনে তদন্তকারী – ৪টি পদ

যোগ্যতা: কৃষি, কৃষি অর্থনীতি, গণিত, অর্থনীতি, পরিসংখ্যান বা বাণিজ্যে দ্বিতীয় শ্রেণীর স্নাতক।
গ্রেড/বেতন: ১২ / ১১,৩০০-২৭,৩০০ টাকা

২. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার – ৭টি পদ

যোগ্যতা: স্নাতক বা সমমান, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত; সাঁটলিপি এবং মুদ্রাক্ষরে নির্দিষ্ট গতি; ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষ।
গ্রেড/বেতন: ১৩ / ১১,০০০-২৬,৫৯০ টাকা

৩. কম্পিউটার অপারেটর – ৪টি পদ

যোগ্যতা: স্নাতক বা সমমান, কম্পিউটার মুদ্রাক্ষরে নির্দিষ্ট গতি; সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিউট টেস্ট উত্তীর্ণ।
গ্রেড/বেতন: ১৩ / ১১,০০০-২৬,৫৯০ টাকা

৪. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক – ২টি পদ

যোগ্যতা: উচ্চমাধ্যমিক বা সমমান, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত; নির্দিষ্ট গতি এবং কম্পিউটারে দক্ষ।
গ্রেড/বেতন: ১৬ / ৯,৩০০-২২,৪৯০ টাকা

৫. ক্যাশ সরকার – ১টি পদ

যোগ্যতা: উচ্চমাধ্যমিক বা সমমান, বাণিজ্য বিভাগ; কম্পিউটার চালনায় দক্ষ।
গ্রেড/বেতন: ১৮ / ৮,৮০০-২১,৩১০ টাকা

৬. অফিস সহায়ক – ৮টি পদ

যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান।
গ্রেড/বেতন: ২০ / ৮,২৫০-২০,০১০ টাকা
বয়সসীমা:

২৮ ডিসেম্বর ২০২৫ তারিখে বয়স ১৮ থেকে ৩২ বছর। তবে ২ ও ৪ নং পদের জন্য সর্বোচ্চ বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদনের নিয়ম:

আবেদন ফরম পূরণ করতে হবে https://moa.teletalk.com.bd
 ওয়েবসাইটে।
আবেদন ফি:

  ১ নং পদ: ১৫০ টাকা + ১৮ টাকা সার্ভিস চার্জ = ১৬৮ টাকা
  ২–৪ নং পদ: ১০০ টাকা + ১২ টাকা = ১১২ টাকা
  ৫–৬ নং পদ: ৫০ টাকা + ৬ টাকা = ৫৬ টাকা
অনগ্রসর নাগরিকদের জন্য সব পদের ফি = ৫৬ টাকা
নির্দেশনা:

সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
একজন আবেদনকারী কেবল একটি পদে আবেদন করতে পারবেন।
সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিতে থাকা প্রার্থীদের অনুমতি নিতে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে