সোমবার, ০৫ জানুয়ারী, ২০২৬, ১১:৩৬:৪৬

অবশেষে ৬৭ হাজারের বেশি শিক্ষক নিয়োগের অনুমোদন

অবশেষে ৬৭ হাজারের বেশি শিক্ষক নিয়োগের অনুমোদন

এমটিনিউজ২৪জবস : শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৭ হাজারের বেশি শিক্ষক নিয়োগের অনুমোদন দিয়েছে। এর ফলে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) যেকোনো সময় শিক্ষক নিয়োগের ৭ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে । 

রবিবার (৪ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন, ৭ম গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য এনটিআরসিএ মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠিয়েছিল। মন্ত্রণালয় সেটি অনুমোদন করেছে।

৬৭ হাজার ২০৮টি পদের বিপরীতে শিক্ষক নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রণালয়ের এ কর্মকর্তা।

জানা গেছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে শূন্য পদের তথ্য সংগ্রহ করেছে এনটিআরসিএ। এ গণবিজ্ঞপ্তির জন্য ৭২ হাজার শূন্য পদের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে স্কুল-কলেজে ৩০ হাজার ২৭৯টি শূন্য পদের তথ্য পাওয়া গেছে। মাদ্রাসায় ৪০ হাজার ৮৩৮ এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৯১টি পদের তথ্য পাওয়া গেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে