শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬, ০৭:১৪:৫৩

ভালোবাসার জন্য ধর্ম পরিবর্তন করেছেন বলিউডের যেসব নায়িকা

ভালোবাসার জন্য ধর্ম পরিবর্তন করেছেন বলিউডের যেসব নায়িকা

বিনোদন ডেস্ক : বলিউড নামেই জৌলুস। বলিউড মানে খ্যাতি। আবার বলিউড মানেই সম্পর্কের টানাপোড়েন। বলিউড পাড়ার কে কখন কার প্রেমে মশগুল হয়ে পড়ছেন, তা বোঝা বড় দায়। কেউ ছোটবেলার বান্ধবীকে বিয়ে করেও, একসঙ্গে থাকতে পারছেন না। আবার কেউ ভালবাসার জন্য ধর্মও পরিবর্তন করে ফেলছেন।

বলিউড পাড়ায় যেমন আমির খান, শাহরুখ খান, সাইফ আলি খান-দের সব হিন্দু স্ত্রী রয়েছেন, তেমনি বলিউডে এমন অনেক অভিনেত্রী রয়েছেন, তারা খ্যাতির শীর্ষে থেকেও ভালবাসার জন্য শেষ পর্যন্ত নিজেদের ধর্ম পরিবর্তন করেছেন। যেমন -

১. আয়েশা টাকিয়া : ওয়ান্টেড, টারজান, সালাম-এ-ইসক-এর বহু বেশ কিছু হিট সিনেমায় অভিনয় করেও শেষ পর্যন্ত গ্ল্যামার দুনিয়া থেকে সরে যান। বিয়ে করেন ফারহান আজমিকে। ভারতের রাজনৈতিক পরিবারের ছেলে ফারহানকে বিয়ে করার আগে ধর্ম পরিবর্তন করেন আয়েশা। এবং, পুরোপুরি মুসলিম রীতি মেনেই ফারহানের সঙ্গে ‘বিবাহ’ হয় তার।

২. শর্মিলা ঠাকুর : অভিনেত্রী হিসেবেই জীবন শুরু করেছিলেন শর্মিলা ঠাকুরl এরপর মনসুর আলি খান পতৌদির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনিl ১৯৬৯ সালের ২৭ ডিসেম্বর মুসলিম রীতি অনুযায়ী টাইগার পতৌদির সঙ্গে বিয়ে হয় শর্মিলা ঠাকুরেরl বিয়ের পর শর্মিলা ঠাকুর হয়ে যান বেগম আয়েশা সুলতানাl

৩. নার্গিস দত্ত : সুনীল দত্তকে বিয়ে আগে ধর্ম পরিবর্তন করেন নার্গিসl মুসলিম থেকে হিন্দু হয়েই সুনীল দত্তকে বিয়ে করেন তিনিl সুধু তাই নয়, বিয়ের পর নার্গিস হয়ে যান নির্মলা দত্তl

৪. অমৃতা সিং : শিখ পরিবারে জন্মেছিলেন অমৃতাl বলিউডে আসার পর তার সঙ্গে সাইফ আলি খানের বিয়ে হয়l ১৯৯১ সালে সাইফের সঙ্গে বিয়ের আগে ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়ে যান অমৃতাl যদিও, ২০০৪ সালে সাইফের সঙ্গে বিয়ে ভেঙে যায় অমৃতারl

৫. কারিনা কাপুর : অমৃত সিং-এর সঙ্গে বিচ্ছেদের পর কারিনার সঙ্গে বিয়ে হয় সাইফ আলি খানেরl যদিও, নবাবজাদেকে বিয়ে করার জন্য কারিনা ধর্ম পরিবর্তন করেননি বলেও দাবি করা হয়l

৬. নাগমা : দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী নাগমা নিজে থেকেই ধর্ম পরিবর্তন করেছিলেনl ক্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন তিনিl
১৯ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে