বিনোদন ডেস্ক: এখন পর্যন্ত ১৪ বার প্লেবয় ম্যাগাজিনের কভার গার্ল হয়েছেন পামেলা অ্যান্ডারসন। এবার তিনি বলললেন, যারা জীবনে কোন না কোন ভাবে হেরে গিয়েছেন, তারা বেশি পরিমাণে খারাপ ছবি দেখেন! আজকের দুনিয়ায় খারাপ ছবি দেখা একেবারেই উচিত নয়।
পামেলা আরও বলেছেন, প্রযুক্তির যত উন্নতি হচ্ছে মানুষের মধ্যে খারাপ ছবি দেখার প্রবণতা তত বাড়ছে। সমাজের জন্য এটা অত্যন্ত চিন্তার বিষয়। এটা তো আইন করে বন্ধ করা সম্ভব নয়।
তাই পরের প্রজন্মকে এর খারাপ দিকটা বোঝাতে হবে। সম্প্রতি এক পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন পামেলা।
৪ আগস্ট,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস