বিনোদন ডেস্ক : সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'রাজকাহিনী '-র 'ভারত ভাগ্য বিধাতা ' বাংলার গণ্ডি ছাড়িয়েছে৷ সেই আনন্দই ভাগ করে নিলেন পরিচালক। 'রাজকাহিনী' ছবির জন্য 'ভারত ভাগ্য বিধাতা' গানের৷ সৃজিত বলেন, 'রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই গানের যে অংশ জাতীয় সঙ্গীত, তা ছাড়া বাকি যে অংশ রয়েছে, সেটাই 'ভারত ভাগ্য বিধাতা৷'
সে সময় স্টুডিওতে তিনদিন ধরে বাংলার তাবড়-তাবড় ১১ জন গায়ক-গায়িকা মিলে রেকর্ডিং করছিলেন এই গান৷ সে লেখা পড়ে চমক লেগেছিল অনেকেরই৷ তবে স্বচক্ষে না দেখলে বোঝা সম্ভব নয়, কোনটা সাময়িক আর কোনটা দীর্ঘস্থায়ী৷
কিন্তু এবার যেন শহরবাসী টের পাচ্ছেন, এই শহরেই তৈরি হওয়া বাংলা ছবির একটি গান নিয়ে মেতে উঠেছেন সারা দেশের সঙ্গীতপ্রেমী৷ পরিচালকেরও আই ফোন উপচে পড়ছে শুভেচ্ছায়৷ ট্যুইটারে, ফেসবুকে, ফোনে৷
পুজায় 'রাজকাহিনী ' আসছে৷ কিন্ত্ত তার আগেই এ যেন একপ্রস্থ রেজাল্ট আউট৷ সৃজিত বলছেন, 'এই গান নিয়ে শশী থারুর, মহেশ ভাট ট্যুইট করেছেন৷ ভারতের বিভিন্ন শহরের সঙ্গীত প্রেমীরা অভিনন্দন জানাচ্ছেন৷ বিদেশ থেকে বহু মানুষ জানাচ্ছেন, এই গান তাদের খুব ভাল লেগেছে৷' কেবল তাই নয়, বিদেশি কাগজগুলোতেও লেখালিখি হয়েছে 'বেঙ্গলি ভার্সান অফ ইন্ডিয়াস ন্যাশনাল অ্যানথেম' নিয়ে!
এবার পুজায় পাঁচটা বাংলা ছবি৷ সেইসব ছবিতে এক-একটি গানের কত দিনে কত ইউটিউব ভিউ, তা নিয়ে একটা প্রতিযোগিতা রয়েছে৷ কিন্ত্ত ইউটিউব ভিউয়ের সংখ্যাকে অনেকেই বিশেষ আমল দিতে রাজি নন৷ বা বলা ভাল, এই সংখ্যা থেকে কোনও সিদ্ধান্তে পৌঁছনো বেশ ঝুঁকির ব্যাপার৷ 'ভারত ভাগ্য বিধাতা' কিন্ত্ত সেই প্রতিযোগিতায় না ঢুকেও এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ বাংলা গান৷
জাতীয় পুরষ্কারপ্রাপ্ত পরিচালক সৃজিতের দাবি, 'এই গান বাঙালির মনে দীর্ঘস্থায়ী জায়গা করে নিয়েছে, টের পাচ্ছি৷ অদ্ভুত যেটা লাগল, কেউ, কেউ প্রশ্ন করছেন গানটি 'কার' লেখা! ঘটনা, এই রবীন্দ্রসঙ্গীত বাংলা ছবিতে এতদিন ব্যবহার হয়নি৷ বুঝতে পারছি এই গানটি তৈরি না হলে কিছু বাঙালি জানতে পারতেন না যে এরকম একটি রবীন্দ্রসঙ্গীত রয়েছে৷' তাঁর কাজের মাধ্যমে যে বাংলা আবার ভারতসভায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে, এমন প্রত্যাশা ছিল৷ আপাতত পরিচালকের মুখে গর্বের হাসি৷ সেটা সাময়িক না দীর্ঘস্থায়ী? উত্তর মিলবে সপ্তাহ দুই পরে 'রাজকাহিনী'-র মুক্তিতে৷
৩ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি