মঙ্গলবার, ০৪ অক্টোবর, ২০১৬, ০৩:১১:১১

স্বামীকে কারিনার গঞ্জনা, ভাইরাল হল ভিডিও!

স্বামীকে কারিনার গঞ্জনা, ভাইরাল হল ভিডিও!

বিনোদন ডেস্ক: এর আগে জানা গিয়েছিল, অন্তঃসত্ত্বা স্ত্রীর একটু বেশি খাওয়া নিয়ে ভালমতোই কথা শোনাচ্ছেন সাইফ আলি খান! তাও দিন-রাত জুড়ে, প্রত্যেক দিন নিয়ম করে! এ কথা নিজের মুখেই কবুল করেছিলেন বেগম কারিনা কাপুর খান!

সে খবরের রেশ জুড়োতে না জুড়োতেই ভাইরাল হল একটি ভিডিও! যা বলে দিল, স্বামীর অবহেলা নিয়ে বড়ই মনোকষ্টে রয়েছেন নায়িকা। তা, এ ব্যাপারে ঠিক কী দেখা যাচ্ছে সেই ভিডিওতে? দেখা যাচ্ছে, সোফায় আধশোওয়া হয়ে একটা বই পড়ছেন কারিনা।

তার মাঝে স্বামীর ফোন এল! এবং, সেটা দরকারি জিনিস কোথায় আছে, তা মনে করতে না পেরেই! স্ত্রীর খোঁজ নেওয়ার জন্য যে ফোন করা- তেমনটা কিন্তু নয়! এবং, অন্য গৃহবধূদের মতোই নিতান্ত অনিচ্ছাসত্ত্বে, সোফা ছেড়ে উঠে সেই দরকারি জিনিস খোঁজা শুরু করলেন করিনা। হ্যাঁ, স্বামীকে গঞ্জনা দিতে দিতেই!-সংবাদ প্রতিদিন

০৪ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/ফিরোজ/এফএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে