মঙ্গলবার, ০৪ অক্টোবর, ২০১৬, ০২:৪৫:২৮

জানেন বিশ্বের সবথেকে রোম্যান্টিক মানুষ কে?

জানেন বিশ্বের সবথেকে রোম্যান্টিক মানুষ কে?

বিনোদন ডেস্ক: আপনি কি খুব রোম্যান্টিক মানুষ? তাহলে নিশ্চয়ই আপনার অন্য আরেকজন রোম্যান্টিক মানুষকেও খুব ভালো লাগবে। আপনি নিশ্চয়ই সিনেমা দেখতেও খুব পছন্দ করেন? অ্যাকশন বা কমেডি কিংবা ফ্যামিলি ড্রামার থেকে নিশ্চয়ই আপনার রোম্যান্টিক সিনেমাই ভালো লাগবে। সেক্ষেত্রে আপনার প্রিয় নায়ককে? যদি আপনি সালমান খানকে খুব পছন্দ করেন, তাহলে তো ভালোই।

জানেন বিশ্বের সবথেকে রোম্যান্টিক মানুষ কে? সালমান খান। চমকে উঠলেন? কেন? ভাবছেন, এটা কে বিচার করল? সালমান নিজেই। একটি সাংবাদিক সম্মলনে সালমানের দিকে নানা প্রশ্ন উড়ে আসছিল। সেখানে বেশিরভাগ সময়ই তাঁর বিয়ের কথাই উঠছিল। সেরকমই এক পরিস্থিতিতে ভাইজান নিজেই সাংবাদিকদের বলেন, ‘আমিই বিশ্বের সবথেকে রোম্যান্টিক মানুষ’! -জিনিউজ।
০৪ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে