মঙ্গলবার, ০৪ অক্টোবর, ২০১৬, ০৪:১২:২০

সুস্থ অাছেন প্রিন্স

সুস্থ অাছেন প্রিন্স

বিনোদন ডেস্ক: সময়ের অালোচিত মডেল প্রিন্স।  যতটুকু অালোচিত  তার চেয় বেশি সমালোচিত।  কিছুদিন পর পরই সামালোচনার জন্ম দেন।  সম্প্রতি স্লিপিং ট্যাবলেট খেয়ে অাত্যহত্যার চেষ্টা করে অাবারও সামালোচনায় আসেন, এ যাএায় অবশ্য বেঁচে গেছেন, এখন তিনি সুস্থ।  হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন।  কিন্তু কেন এই অাত্যহত্যার চেষ্টা করেছেন এ ব্যাপারে তার কাছ থেকে কোন সাড়া পাওয়া যায়নি।  কিছু জানতে চাইলে, তিনি বার বার প্রশ্নের উত্তর এরিয়ে গেছেন।  
তবে তার কাছের মানুষদের কাছ থেকে জানা গেছে ব্যাক্তিগত জীবনের কষ্ট থেকে তিনি এই কাজটি করেছেন।   
প্রিন্স বলেছেন  
“যদি সব কিছু আগের মত ঠিকঠাক থাকে তাহলে শুক্রবার থেকে আবারো ক্যামেরার সামনে দাড়াবো”
তবে এখন তিনি পুরোপুরি সুস্থ।
০৪ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/জাহিদ/জেএইচ

 

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে