বিনোদন ডেস্ক : একটি নাটকের চরিত্রের প্রয়োজনে চোখে লেন্স ব্যবহার করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়া আমান। সেটা যেন তার জন্য কাল হয়েছিলো। হারাতে বসেছিলেন তিনি তার দু’চোখ। তবে আশার কথা হচ্ছে, তিনি এখন দেখতে পাচ্ছেন। তবে আবছা আবছা।
প্রিয়া বলেন, ‘সকাল থেকে কিছুটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। চিকিৎসক এসে চোখের ব্যান্ডেজ খুলে দিয়ে গেছেন। আবছা আবছা দেখতে পাচ্ছি। যদিও এটা অস্পষ্ট’।
প্রিয়া বলেন, দৃষ্টিশক্তি হারানোর শঙ্কা থেকে কিছুটা সরে এসেছি। মনে হয় আশার আলো দেখতে পাচ্ছি। গত দুই দিনে চোখের ক্ষতিগ্রস্ত কর্নিয়ার অনেক উন্নতি হয়েছে।
তিনি বলেন, চিকিৎসকরা বলেছেন আমার চোখের উন্নতি হচ্ছে। কয়েকদিন গেলে চোখের দৃষ্টি শক্তি আরও ভালো হবে বলে জানিয়েছেন তারা। এখন থেকে সন্ধ্যার পর ব্যান্ডেজ করে দিয়ে যাবেন চিকিৎসকরা। আর সকালে এসে তা খুলে ড্রেসিং করবেন। এইভাবেই চলবে বেশ কয়েকটা দিন।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর একটি শ্যুটিং হাউজে ‘ইয়েস ম্যাডাম, নো স্যার’ শিরোনামের ধারাবাহিক নাটকের শ্যুটিংয়ে অংশ নেন প্রিয়া আমান। কাহিনীর চরিত্রের প্রয়োজনে একটি লেন্স ব্যবহার করেন তিনি। কিন্তু লেন্স খোলার পরপরই চোখে অসহ্য যন্ত্রণা অনুভূত হয়। শ্যুটিং হাউজ থেকে বের হওয়ার পর ব্যাথার তীব্রতা আরও বাড়তে থাকে। একটা পর্যায়ে রাস্তায় পড়ে যান প্রিয়া আমান। ব্যথার তীব্রতা এতটাই বেশি ছিল যে, সেখানেই জ্ঞান হারিয়ে ফেলেন।
০৬ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন