রবিবার, ০৯ অক্টোবর, ২০১৬, ০৩:১৬:২১

বয়ফ্রেন্ডের সঙ্গে পার্টিতে সোনাক্ষী

বয়ফ্রেন্ডের সঙ্গে পার্টিতে সোনাক্ষী

বিনোদন ডেস্ক: মুখে তিনি কোনওদিন স্বীকার করেননি। কিন্তু খবর আর কতদিন চাপা থাকে। এবার হাতেনাতে ধরা পড়লেন সোনাক্ষী সিনহা। বয়ফ্রেন্ড বান্টি সাজদের সঙ্গে মুম্বইয়ের পার্টিতে গিয়ে। দুজনে একসঙ্গে ঢুকলেন। বেরোলেনও একসঙ্গে। সেই ছবি ধরা পড়ল চিত্রগ্রাহকদের ক্যামেরায়।

২০১২ থেকে নাকি বান্টির সঙ্গে ডেট করছেন শত্রুঘ্ন–কন্যা। ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থা রয়েছে বান্টির। সোনাক্ষীর বিজ্ঞাপনের চুক্তিও এই সংস্থাই দেখে। সেই সূত্রেই আলাপ। গত মাসে নাকি দুজনে সেশেলস গেছিলেন ঘুরতে। যথারীতি এ বিষয়েও মুখে কুলুপ সোনাক্ষীর।-আজকাল

৯ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/ফিরোজ/এফএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে