বিনোদন ডেস্ক : বলিউড ভাইজান সালমান খান। কারো চোখে তিনি প্লে-বয়। আবার কারো কাছে ব্যাড বয়। এসব দৃষ্টান্তই হচ্ছে তার জনপ্রিয়তার স্বাক্ষর। যিনি যত বেশি জনপ্রিয়। তিনি তত বেশি আলোচিত ও সমালোচিত। এটাই বাস্তবতা। তবে তিনি এতটা জনপ্রিয় হলেন কিভাবে?
সালমান খানের এই খ্যাতির পিছনে রয়েছে তিক্ত অভিজ্ঞতা। তিনি কিন্তু হিরো সূলভ চেহারার কারণে অভিনয়ের সুযোগ পাননি। বরং দক্ষ সাঁতারু হওয়ার কারণেই অভিনয়ে প্রথম সুযোগ হয় এ অভিনেতার। তাও কোনো সিনেমাতে নয় ক্যাম্পা কোলার বিজ্ঞাপনের মাধ্যমে প্রথম আত্মপ্রকাশ করেন সালমান খান।
ভারতীয় একটি সংবাদমাধ্যম আয়োজিত ‘সেলফি’ নামের বিশেষ অনুষ্ঠানে এসব কথা জানান সালমান খান। এ সময় তিনি বলেন, ‘হোটেল সি রক-এ আমাকে প্রথম দেখেন পেশাদার বিজ্ঞাপন নির্মাতা কৈলাস সুরেন্দ্রনাথ। সেই সময় ক্যাম্পা কোলা বিজ্ঞাপনের শুটিংয়ের দায়িত্ব ছিল তার হাতে। সময় অল্প কিন্তু একজন ভালো সাঁতারুর প্রয়োজন ছিল কৈলাসের। তখনই আমাকে নেন কৈলাস।’
এ সময় আরো জানা যায়- কৈলাস সালমানকে খুঁজে পান কথাটা বললে ভুল হবে। কারণ আসল সালমানকে আবিষ্কার করেছিলেন কৈলাসের স্ত্রী আরতি। আরতী দেবীর বাবা ছিলেন হোটেল সি রকের জেনারেল ম্যানেজার। তিনি আবার সালমান খানের বাবা সেলিম খানের খুব ভালো বন্ধু ছিলেন। সেই সূত্রেই সালমানের সঙ্গে তাদের আলাপ হয়।
এ বিজ্ঞাপন চিত্রের জন্য আন্দামান সমুদ্রে সাঁতারের একটি শট ছিল। এ কাজটি করেন সালমান খান। দৈহিক গঠন বা পেশীবহুল শরীর নয়, সাঁতারের মাধ্যমেই সালমানের রুপালি দুনিয়ায় প্রবেশ করেন বলে জানিয়েছেন সুরেন্দ্রনাথ। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি সালমানকে।
০৬ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন