বিনোদন ডেস্ক : বলিউডের রুপোলি পর্দায় আনাগোনা করেছেন অনেক ব্রিটিশ বিরোধী সংগ্রামীই! মহাত্মা গাঁন্ধী আর ভগৎ সিংহকে হিসেবের বাইরে রাখাই ভাল— তারা নানা রূপে দেখা দিয়েছেন সেলুলেয়েডে। এর ঠিক পরেই আসে বাঙালির কথা। সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে মাস্টারদা সূর্য সেন— তালিকা নেহাত কম নয়।
কিন্তু, শহিদ ক্ষুদিরাম? মনে করে দেখুন তো! ১৮ বছরের তরুণটিকে কোথাও খুঁজে পাচ্ছেন কি? এ বার পাবেন। অনেক দিন পরে হলেও এতদিনে বলিউডে প্রাপ্য সম্মান আদায় করেছেন অমর শহিদ। খুব তাড়াতাড়িই শহিদ ক্ষুদিরামের বায়োপিক তৈরিতে হাত দিচ্ছে বলিউড। বিজ্ঞাপনের ছবি বানিয়ে বলিউডের বাজারে নাম কিনেছেন যে ভানু প্রতাপ, তিনি এ বার শুরু করতে চলেছেন পূর্ণ দৈর্ঘের ছবি নিয়ে তাঁর সফর। আর, সেই ছবির বিষয় হিসেবেই ভানু বেছে নিয়েছেন ১৮ বছরের অমর শহিদকে।
ভুল কিছু করেননি পরিচালক। বাংলার বাইরে ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম এই শহিদকে নিয়ে প্রায় কিছুই জানে না ভারত। জানে না ডানপিটে, বাউন্ডুলে এই তরুণটির মনে বিপ্লবের বীজ বপন করে দেন শ্রী অরবিন্দ। জানার অবশ্য কথাও নয়। হেমচন্দ্র কানুনগোর বই ছাড়া সে রকম ভাবে ক্ষুদিরামকে নিয়ে লেখাই বা কই?
তাহলে, পরিচালকের মনে কী ভাবে রেখাপাত করলেন ক্ষুদিরাম? এই ফাঁকে জানিয়ে রাখা ভাল, শুরু থেকেই ক্ষুদিরামকে নিয়ে ছবি করার বাসনা পরিচালকের ছিল না। ক্ষুদিরামকে নিয়ে তার মনে আগ্রহ জানিয়ে তোলেন চিত্রনাট্যকার দীনেশ তিওয়ারি। “চাপেকর ভাইদের নিয়ে একটা ছবির কাজ শুরু করেছিলাম। তখন ভারতের স্বাধীনতা সংগ্রামীদের অনেককে নিয়েই পড়াশোনা করতে হচ্ছিল। সেই সময়ে একটা পত্রিকায় ক্ষুদিরামকে নিয়ে লেখা একটা আশ্চর্য তথ্য আমার মনে গেঁথে যায়। ক্ষুদিরামই বিগত শতকের প্রথম সেই শহিদ, যাঁকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল।”
ব্যস, আর কী! সেই যে শহিদকে নিয়ে পড়াশোনা শুরু করলেন চিত্রনাট্যকার, সেটাই ক্রমে জন্ম দিল মুগ্ধতার। দ্রুত গতিতে ক্ষুদিরামকে নিয়ে চিত্রনাট্য লেখা শুরু করে দিলেন তিনি। “প্রায় ৮০ ভাগ মতো লেখা নামিয়ে ফেলেছি। তাড়াতাড়ি বাকিটাও শেষ করে ফেলব”, জানাচ্ছেন দীনেশ।
তবে, চিত্রনাট্য শেষ হয়ে গেলে ঠিক পরের ধাপে একটা সমস্যা অপেক্ষা করে রয়েছে ছবি নির্মাতাদের জন্য— ক্ষুদিরামের চরিত্রে অভিনয়ের জন্য কাকে বেছে নেবেন তাঁরা? ভারতের অনেকগুলো শহরে ঘুরে ঘুরে অডিশন হয়ে গিয়েছে ইতিমধ্যেই, তবু পরিচালক মনের মতো শহিদ খুঁজে পাননি।
১১ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি