বিনোদন ডেস্ক: আগামী ১৬ অক্টোবর মুক্তি পাবে রোমানা স্বর্ণার নতুন ছবি ‘রানআউট’। আর এদিকে বেশ কয়েকটি পত্রিকায় খবর বেরিয়েছে গত ৮ জুন মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্না বিয়ে করেছেন এক ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীরকে। অথচ যার বিয়ে তারই খবর নেই! খবরটির সূত্র ধরে তার সঙ্গে যোগাযোগ করলে তিনি বিয়ের খবর অস্বীকার করেন। বিয়ের খবর পুরোটাই গুজব বলে উড়িয়ে দিলেন তিনি।
রোমানা স্বর্ণা বলেছেন, ‘আমি এসবের কিছুই জানি না। শুরুতে গুজবটা শুনে বিষণ্ন হয়ে পড়ছিলাম। কারণ সেলিব্রেটিদের নিয়ে এমন গুজব মাঝে মাঝে ছড়িয়ে থাকে। কিন্তু এখন এ নিয়ে আমি মোটেও চিন্তিত নই। আমার ওপর পরিবারের আস্থা আছে, তারা জানেন আমি এমন কাজ করবো না যা আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করে।’
জানা যায়, স্বর্ণার অনেক আগেই বিয়ে হয়েছে। বর্তমানে সেই ঘরে একটি ছেলে সন্তান আছে।
নিউজে ট্রাভেল এজেন্সির ব্যবসায়ী খোরশেদ আলম টুটুল নামের এক ব্যক্তির সঙ্গে তার বিয়ে হয়েছে বলে দাবী করা হয়। একজন ব্যক্তির সঙ্গে অন্তরঙ্গ একটি ছবিও দেয়া হয়। এই সম্পর্কে স্বর্ণার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এই নামে আমি কোনো ব্যক্তিকে চিনি না। তাছাড়া এখন ফটোশপে ছবি জোরা লাগানো যায়। আমার ছবিও সেখানে জোরা লাগানো হয়েছে। এর চেয়ে আরও বড় প্রমাণ নিয়ে গুঞ্জন ছড়ালেও আমার কাছের মানুষরা আমার পক্ষেই থাকবেন। তাই কে কি ভাবলো তা নিয়ে আমি মাথা ঘামাই না।’
যোগ করে স্বর্ণা আরও বলেন, ‘সামনে আমার ছবি মুক্তি পাবে, এ কারণে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য এ ধরনের ভুয়া খবর প্রচার করা হচ্ছে। তবে আমার বিশ্বাস, ষড়যন্ত্রকারীরা সফল হবে না। এখন আমি ছবিটার মুক্তির দিকেই মনোযোগী হচ্ছি।’
তন্ময় তানসেন পরিচালিত ‘রানআউট’ তৈরি হয়েছে অপরাধজগতের গল্প নিয়ে। সাধারণ একটি ছেলে পরিস্থিতির শিকার হয়ে অন্ধকারজগতের মানুষের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলে। চলতি মাসের ১৫ তারিখ ‘রানা আউট’ ছবির মধ্য দিয়ে বড় পর্দায় আসছেন স্বর্ণা। এতে আরও অভিনয় করেছেন সজল, মৌসুমী নাগ, তারিক আনাম খান। এর সংগীত পরিচালনা করেছে ভাইকিংস ব্যান্ড।
স্বর্ণা নিয়মিত নাটক ও সিরিয়ালে কাজ করছেন। এছাড়া বিজ্ঞাপনেও তাকে কাজ করতে দেখা গেছে। এর আগে তন্ময় তানসেনের ‘পদ্মপাতার জল’ ছবিতে বাঈজির চরিত্রে অভিনয় করেছেন রোমানা স্বর্ণা। পাঁচ বছর আগে অনিকেত আনামের ‘আউট অব বক্স’ ছবিতেও কাজ করেন। সালাহউদ্দিন লাভলুর ‘আলতা সুন্দরী’ নাটকে মিস রানী চরিত্রে অভিনয়ের সুবাদে পরিচিতি পান তিনি।
০৬ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/