শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬, ০৯:৫৩:২৪

ঢালিউডে খলনায়ক সংকট, জায়গা দখলের চেষ্টা ভারতীয়দের

ঢালিউডে খলনায়ক সংকট, জায়গা দখলের চেষ্টা ভারতীয়দের

বিনোদর ডেস্ক : ঢালিউডে নায়ক সংকটের পর এখন খলনায়ক সংকটের বিষয়টিও আলোচনায়। মিশা সওদাগরের পর অমিত হাসানকে খলনায়ক চরিত্রে নিয়মিত দেখা গেলেও এরপর আর উল্লেখ করার মতো কোনো নাম নেই।

ইন্ডাস্ট্রিতে নির্ভরযোগ্য খলনায়ক হিসেবে এই দুজনের বাইরে হাল আমলে শিমুল খানকে সামনে আনা হলেও এর বাইরে আর কাউকেই দেখা যাচ্ছে না।

তবে কেউ কেউ মৌসুমী খলনায়ক হিসেবে পর্দায় উপস্থিত হলেও বেশিরভাগ ক্ষেত্রে তারা দর্শকদের কাছে হাসির পাত্র হিসেবেই পরিচিত হচ্ছেন।

তাই ইন্ডাস্ট্রিতে মানসম্মত নায়ক সংকটের পর এখন খলনায়ক সংকটের বিষয়টিও মাথাচাড়া দিয়ে উঠছে।

একাধিক সাক্ষাৎকারে মিশা সওদাগর এ বিষয়টি নিয়ে অনেক কথাই বলেছেন। তাতে লাভ হয়নি কোনো।

তাই মিশা সওদাগর আক্ষেপ করে বলেন, ‘খলনায়ক চরিত্রে অভিনয় করেই আজকের এ অবস্থান তৈরি করেছি। আমি চাই আমার জায়গায় নতুন কেউ আসুক। কিন্তু আমি চাইলেও নতুনভাবে তেমন কোনো খলনায়কই ইন্ডাস্ট্রিতে আসছে না।’

ঢালিউডের ভিলেন সংকটের এ সুযোগটি কাজে লাগিয়ে ভারতীয় প্রতিষ্ঠিত খলনায়করা ঢুকে পড়ছেন বাংলাদেশী ছবিতে। ফলে সংকট তো কাটছেই না, উল্টো প্রকট আকার ধারণ করছে।

এছাড়াও সম্প্রতি দেশের চলচ্চিত্র বাজারে ইদানীং আসন পেতেছে যৌথ প্রযোজনার ছবি। এতে প্রধান চরিত্রগুলোতে দেশীয় একজন নায়ক কিংবা নায়িকা থাকলেও মূল ভিলেনের ক্ষেত্রে কাউকেই রাখা হচ্ছে না। যৌথ প্রযোজনার এ ছবিগুলোতে খলচরিত্রের জায়গাটা এখন ভারতের কলকাতার অভিনেতাদেরই দখলে।

দেশে খলনায়ক সংকটের কারণেই এমনটি হচ্ছে বলে জানিয়েছেন যৌথ প্রযোজনার নির্মিত ওইসব ছবিগুলোর প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধাররা।

তবে যৌথ প্রযোজনার ছবিতে খল চরিত্র হিসেবে অমিত হাসানকে নেয়া হলেও নামকাওয়াস্তে চরিত্র দেয়া হচ্ছে তাকে। কোনঠাসা করেই রাখা হচ্ছে অমিত হাসানকে। তাই মিশার পর অমিত হাসান খলচরিত্রে প্রত্যাশা জাগাতে পারলেও বর্তমানে তাকে আর তেমনটি পাওয়া যাচ্ছে না।

বিষয়টি নিয়ে অমিত হাসান বলেন, ‘২০০৩ সালে দুটি যৌথ প্রযোজনার চলচ্চিত্র করেছি। তখন দেখেছি সমান সমান থাকতো সব কিছু। চরিত্র থেকে শুরু করে প্রোডাকশন বয় পর্যন্ত সমান সমান থাকতো। কিন্তু এখন আর তেমনটি নেই। অনেক গোজামিল হচ্ছে এখানে।’

অন্যদিকে নতুনদের মধ্যে শিমুল খান নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ করে যাচ্ছেন। মূলত নায়ক হওয়ার জন্যই সিনেমায় আসতে চান সবাই। কারণ দেশের চলচ্চিত্র পরিচালকরা খলনায়কের বিষয়টা এখনও তেমনভাবে উপস্থাপন করতে পারেননি।

তাই এ দিকে স্মার্ট তরুণদের আগ্রহও কম। বিষয়টির দিকে দ্রুত নজর না দিলে মিশা যুগের পর এদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি খলনায়ক সংকটে ভুগবে। নতুবা বিদেশী ধার করা ভিলেন দিয়েই ছবি বানাতে হবে নির্মাতাদের।  যুগান্তর

২৮ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি‌ ‌‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে