বিনোদন ডেস্ক: অভিনয় জীবনের বড় পুরস্কারটা আমির খানের থেকে পেয়ে গেলেন রণবীর কাপুর। ‘অ্যায় দিল হ্যায় মুস্কিল’ (এ ডি এইচ এম) দেখার পর আমিরের মন্তব্য, রণবীরই সেরা অভিনেতা। ৫১ বছর বয়সী আমীর আজ এ ডি এইচ এম দেখার পর জানান, এই সিনেমা সকলের দেখা উচিত।
এই নিয়ে তাঁর টুইট, ‘এইমাত্র অ্যায় দিল... দেখলাম। কী ভাল সিনেমা! আমার ভাল লেগেছে। মনে হয়েছে পরিচালক করণ বলটাকে স্টেডিয়ামের বাইরে ফেলে দিয়েছেন।’ এ ডি এইচ এম মুগ্ধতা কিছুতেই কাটছে না মিঃ পারফেকশনিস্ট–এর। বলেছেন, ঐশ্বরিয়া, রণবীর এবং আনুশকা অনবদ্য।
শনিবার আমিরের দীপাবলি পার্টিতে হাজির হয়েছিলেন করণ জোহর এবং এ ডি এইচ এম এর দুই অভিনেতা রণবীর কাপুর এবং অনুষ্কা শর্মা। ছিলেন তাঁদের পরিচালক বন্ধু অয়ন মুখার্জি। শুক্রবার মুক্তি পেয়েছে করণ জোহর পরিচালিত অ্যায় দিল হ্যায় মুস্কিল।
প্রযোজকদের পক্ষ থেকে একটি প্রেস রিলিজে বলা হয়েছে দ্বিতীয় দিনে হল থেকে সংগ্রহ ১৩.১০ কোটি টাকা। মোট সংগ্রহ ২৬.৪০ কোটি টাকা। সূত্রের খবর প্রথম দু দিনে বিদেশে প্রাপ্ত অর্থের দিক দিয়ে সালমান খানের ‘সুলতান’কে ছাড়িয়ে গেছে এ ডি এইচ এম।-আজকাল
৩১ অক্টোবর, ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/সবুজ/এসএ