বিনোদন ডেস্ক: রোববার রাতে দিওয়ালি পার্টিতে আমিরের বাড়িতে যখন তার শোভাকাঙ্ক্ষীরা আনন্দ উদযাপনে ব্যস্ত, ঠিক তখনই আরও একটি চমকপদ ঘটনা ঘটলো। হঠাৎ স্বামীসহ হাজির হলেন বলিউড অভিনেত্রী সানি লিওন।
স্বামী ড্যানিয়েলকে নিয়ে আমিরের বাড়ির পার্টিতে সানির উপস্থিতি চমকে দিয়েছে সবাইকে। এদিন সানি আর তার স্বামীকে ভারতীয় ঐতিহ্যবাহী পোশাকেই দেখা গেছে। ওই অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তিনি।
সিনেমার পর্দায় বাইরে যেমন সম্পর্ক গড়ে উঠেছে আমির আর সানির। তেমনি হয়তো কোনও এক সময় পর্দার রসায়নটারও দেখা মিলবে এই দুই তারকার। আপাতত এই অপেক্ষাতেই আছেন আমির-সানি ভক্তরা।
৩১ অক্টোবর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/ আ শি/এএস