সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬, ০৫:৪৯:৫৪

বলিপাড়ায় দিওয়ালির সেরা চমক ছিল এই তরুণীই!

বলিপাড়ায় দিওয়ালির সেরা চমক ছিল এই তরুণীই!

বিনোদন ডেস্ক : দিওয়ালি সেলিব্রেশনে নয়া নয়া রং ছড়িয়েছেন বলিউড তারকারা৷ রণবীর কাপুর-অনুষ্কা শর্মা যখন তাদের ছবির প্রমোশনে দিওয়ালির আলো ছড়িয়ে মাত করছেন, তখন নিউ ইয়র্কে প্রিয়াঙ্কা চোপড়ার দিওয়ালি সেলিব্রেশন থেকেও চোখ ফেরানো যায়নি৷

শাহরুখ যখন অ্যাসিড আক্রান্তদের নিয়ে দিওয়ালি পালন করে খবরের শিরোনামে, তখন দীপিকা পাড়ুকোন ভিন ডিজেলকে হিন্দিতে দিওয়ালির বার্তা বলিয়ে চমকে দিচ্ছেন৷ তবে এসবের মধ্যেই যিনি ‘টক অফ দ্য টাউন’ হয়ে উঠলেন তাকে এখনও পর্দাতে দেখাই যায়নি৷ এবারের দিওয়ালিতে বলিপাড়া মেতে রইল সাইফ আলী-অমৃতার মেয়ে সারা আলি খানকে নিয়ে৷

কেন তাকে নিয়ে এতটা উন্মাদনা? এ অবশ্য তার মায়ের কারণে৷ বচ্চনদের দিওয়ালি পার্টিতে যখন সারা গেলেন, তখন অনেকেই তাকে দেখে তরুণী অমৃতা বলে চমকে উঠেছেন৷ মা অমৃতার সঙ্গে সারার মুখের মিল এতটাই৷ ঠিক পাশেই ছিল ভাই ইব্রাহিম৷ তাকে দেখেও যে কেউ তরুণ সাইফ বলে চমকে উঠতেই পারেন৷ ভাই-বোনের জুটি তাই অনেককেই ফিরিয়ে নিয়ে গিয়েছে পুরানো দিনে৷

ইন্ডাস্ট্রিতে প্রায় সকলেই তাদের পরিজন-আত্মীয়৷ নস্ট্যালজিয়া তাই ছেয়ে গিয়েছে সারা-ইব্রাহিমকে দেখে৷ এর মধ্যে আবার শোনা যাচ্ছে, খুব শিগগিরই সিনেদুনিয়ায় পা রাখছেন সারা৷ শাহিদ কাপুরের ভাইয়ের বিপরীতে রোম্যান্টিক লাভ স্টোরিতে দেখা যাবে তাকে৷ আর তাই বলিপাড়ায় অনেক চমক-আলোচনার মধ্যে, সেরা চমক হয়ে থাকলেন সারাই৷ সংবাদ প্রতিদিন

৩১ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি‌ ‌‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে