বিনোদন ডেস্ক: অক্ষয় কুমারের পর এবার দিওয়ালিতে ভারতীয় সেনার জন্য ব্যক্তিগত মেসেজ দিলেন শাহরুখ খান। নিজের তৈরি কবিতা বললেন কিং খান। ট্যুইটারে পোস্ট করে দিওয়ালির শুভেচ্ছাবার্তা দিলেন ভিডিও-র মাধ্যমে।
সোমবার এই ট্যুইট পোস্ট করেন তিনি। নরেন্দ্র মোদী অ্যাপের মাধ্যমে এই ট্যুইট পোস্ট করেছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর #Sandesh2Soldiers উদ্যোগকে সমর্থন জানিয়েই এই পোস্ট করেন তিনি। এবছর দিওয়ালিতে সীমান্তে শুধুই গোলাগুলির শব্দ। শহিদ হচ্ছেন একের পর এক জওয়ান। এই পরিস্থিতিতে জওয়ানদের শুভেচ্ছা জানাতে বারবার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী।
জওয়ানদের, তাঁদের পরিবার-পরিজন, বাবা, মা, সন্তানদের উদ্দেশে এই কবিতা পোস্ট করেছেন তিনি।-কলকাতা২৪
৩১ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস