বিনোদন ডেস্ক: দীর্ঘদিন ধরেই ভারতীয় বলি পাড়ার গানের জগতে সোনু নিগম একজন আইকন। হিন্দি ছাড়াও বিভিন্ন ভাষায় গান গেয়েছেন তিনি। ফলে তাঁর দক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন তোলার জায়গাই নেই।
তবে সম্প্রতি সোনুকে ‘মেহফিল’ সিঙ্গার বলে কটাক্ষ করে মুম্বাইয়ের একটি পত্রিকা। এমনকী সেই পত্রিকার কথায়, এখন নাকি কিছু নির্দিষ্ট পার্টি ছাড়া আর কোথাও গান গাওয়ার ডাক পান না সোনু। আর এতেই বেজায় চটেছেন সোনু।
টুইটারে সেই পত্রিকাকে আক্রমণ করে সোনু লেখেন, আমি জানি আমার সম্বন্ধে আপনারা বড় কিছু ভাবেন না। কিন্তু দয়া করে আমার কেরিয়ার নিয়ে কোনও উপসংহারে পৌঁছে যাবেন না।
ইতিমধ্যেই বিষয়টি নিয়ে কথা চালাচালি চলছে বিভিন্ন মহলে। সোনুর প্রত্যেকেই বেশ ক্ষেপেছেন ওই পত্রিকার ওপর৷ তবে হঠাৎ কেন এমন মন্তব্য তা নিয়ে মুখ খোলেননি পত্রিকার তরফের কেউই৷ কিন্তু স্বাভাবিক ভাবেই একটা বড় অংশই সোনুর পক্ষে।-কলকাতা২৪
৩১ অক্টোবর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/ আ শি/এএস