বিনোদন ডেস্ক: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারাহ রুমা গত ৩০ আগস্ট আমেরিকাতে এক পুত্র সন্তানের জন্ম দেন। ফুটফুটে সেই পুত্র সন্তানের নাম রেখেছেন জানাশ। পুত্র সন্তানের মা হতে পেরে খুশিতে আত্মহারা এ অভিনেত্রী।
ফারাহ রুমা বলেন, ‘মহান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা যে তিনি আমাকে একটি ফুটফুটে পুত্র সন্তান দিয়েছেন। মিডিয়াতে যারা সবসময়ই আমার পাশে থেকে আমার জন্য শুভ কামনা করেছেন যেমন আমার সহকর্মী, আমার পরিচালক, সাংবাদিক ভাই বোনেরা তাদের কাছেসহ আমার ভক্ত দর্শকের কাছে দোয়া চাই যেন আল্লাহ আমার সন্তানকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আমি যেন মানুষের মতো মানুষ করতে পারি।’
বহুদিনের সম্পর্কের পর ২০১২ সালের ১ ডিসেম্বর আমেরিকা প্রবাসী এক ব্যবসায়ীকে বিয়ে করেছিলেন ফারাহ রুমা।
৩১ অক্টোবর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/ আ শি/এএস