মঙ্গলবার, ০১ নভেম্বর, ২০১৬, ০১:৫০:৩২

‘ভদ্রভাবে’ অতিথি তাড়ানোর কৌশল শেখালেন আমির খান

‘ভদ্রভাবে’ অতিথি তাড়ানোর কৌশল শেখালেন আমির খান

বিনোদন ডেস্ক: ভারতীয় উপমহাদেশের মানুষরা অতিথিকে দেবতা জ্ঞান করে থাকেন। তাই তাদের দেখ-ভালোর কমতি রাখতে চায় না কেউ-ই। তবে এক্ষেত্রে ব্যতিক্রম বলিউড অভিনেতা আমির খান। তার কাছে অতিথি বেশিক্ষণ থাকা মানেই বিরক্তি মাত্রা ছাড়ানো!
 
মিস্টার পারফেকশনিস্ট মনে করেন, অতিথি বাড়ি এলে একটা নির্দিষ্ট সময় তাদের জানিয়ে দেওয়া উচিত, আপনি এবার যেতে পারেন! কিন্তু আমির খানের মতে, এটা বলারও একটা কায়দা আছে। আর এই কায়দা আমির শিখেছেন তার কাকা নাসির খানের কাছ থেকে!
 
সম্প্রতি নাসির খানের অটোবায়োগ্রাফি-র প্রকাশ অনুষ্ঠানে এ কথা জানান আমির খান।
 
তিনি জানান, ‘আমি কাকা নাসিরের কাছ থেকে অনেক কিছু শিখেছি। কিছুটা সিনেমার জিনিস। আবার কিছুটা সিনেমার বাইরের। যার মধ্যে সবচেয়ে মজাদার, ভদ্রভাবে অতিথিদের তাড়ানো।'
 
আমির আরও বলেন, 'আমার কাকাকে দেখেছি, যখনই তার মনে হতো যে, অতিথিরা বেশিক্ষণ রয়েছে বাড়িতে তখনই তিনি বলে উঠতেন, আপনাদের সঙ্গে দেখা হয়ে ভালো লাগল। আশা করি, ভবিষ্যতে আবার দেখা হবে! কাকা এই কায়দায় মাঝে মধ্যে আমাদেরকেও বাড়ি থেকে তাড়িয়ে দিত!’
 
আমিরের কথায়, 'নিয়মানুবর্তিতা, পারফেকশন -এ সবই আমিই নাসির কাকার কাছ থেকেই শিখেছি। তার মতো মার্জিত মানুষ খুব কম দেখেছি।'
১ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে