বিনোদন ডেস্ক : বড় পর্দায় একসঙ্গে দেখা দেবেন বলিউডের ‘করণ–অর্জুন।’ পরিচালক কবীর খানের ‘টিউবলাইট’ ছবিতে কাজ করছেন সালমান খান। ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করত দেখা যাবে শাহরুখ খানকে। কথাবার্তা প্রায় পাকা।
ওই চরিত্রে আগে নাকি শত্রুঘ্ন সিনহার অভিনয়ের কথা ছিল। কিন্তু পরে সময় নিয়ে গোল বাঁধে। অগত্যা শাহরুখকে প্রস্তাব দেন পরিচালক। এক কথায় রাজি হয়ে যান তিনি। খুব শিগগিরই ছবির শ্যুটিং–এ যোগ দেবেন তিনি। কেরিয়ারের শুরুতে ‘করণ–অর্জুন,’ ‘কুছ কুছ হোতা হ্যায়’–এর মতো ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন সালমান। এমনকি শাহরুখের অনুরোধে ২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ ছবির গানের দৃশ্যেও মুখ দেখান সালমান।
কিন্তু তারপরই ক্যাটরিনা কাইফের জন্মদিনের পার্টিতে দু’জনের ঝগড়া বাঁধে। শাহরুখকে নাকি স্বার্থপর বলে উল্লেখ করেছিললেন সালমান। অভিযোগ করেন, প্রয়োজন পড়লেই নিজের ছবিতে মুখ তাকে দেখাতে অনুরোধ করেন শাহরুখ। কিন্তু সালমান প্রস্তাব দিলেই বেঁকে বসেন। তারপর দীর্ঘদিন মুখ দেখাদেখি বন্ধ ছিল দু’জনের। কিন্তু পরিস্থিতি বদলেছে। এখন ভেবেচিন্তে ছবি বাছেন সালমান। হাতেনাতে ফলও পেয়েছেন। গত কয়েক বছরে ছবির ব্যবসার নিরিখে সকলকেই পিছনে ফেলেছেন তিনি। তাই সালমানের সঙ্গে ঝামেলা মিটিয়ে নিতে উদ্যোগী হয়েছেন শাহরুখ। আজকাল
০১ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি