বিনোদন ডেস্ক: ছিলেন উপস্থাপক কাম মডেল। হুট করেই দেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজের নৌকায় পা দিয়ে নায়িকা বনে যান নুসরাত ফারিয়া। যৌথ প্রযোজনায় নির্মিত কলকাতার নায়ক অঙ্কুশের সঙ্গে ‘আশিকী’ ছবির মাধ্যমে অভিষেক হয় তার।
এর পর থেকেই আলোচনার টামলাইনে উঠে আসেন তিনি। প্রথম ছবিতে তেমন কোনো চমক দেখাতে না পারলেও দর্শকদের দেন নতুন চমক জাগানিয়া খবর। আর সেটা হচ্ছে ইমরান হাশমির সঙ্গে নায়িকা হয়ে ‘গাওয়াহ: দ্য উইটনেস’ নামের একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। যেটি পরিচালনা করার কথা বিষ্ণু দত্তের।
খবরটি ফলাও করে গণমাধ্যমে প্রকাশ করা হলেও এ কথার সত্যতা নিয়ে ছিল প্রশ্ন। কারণ এ বিষয়ে কোনো প্রমাণ দেখাননি এ তারকা। যার প্রমাণ এতদিনে পেয়ে গেছেন দর্শক। প্রথম ছবি মুক্তির পর থেকেই দর্শকরা তার অভিনয় জানার দৌড় কতটুকু বুঝে গেছেন।
যৌথ প্রযোজনার বেশি বাজেটের ছবিতে স্ট্যাইলিশ পোশাক স্ট্যাইলিশ লুক দেয়া হলেও অভিনয়ের ক্ষেত্রে বরাবরই হতাশ করেছেন এ নায়িকা।
সর্বশেষ চলতি বছর জিতের সঙ্গে ‘বাদশা’ ছবিতেও চোখে পড়েছে তার অভিনয় দুর্বলতা। এছাড়াও বেশ কয়েকটি ছবি মুক্তি পেলেও তাতেও একই অবস্থা। ব্যস্ত আছেন নিজের ফ্যাশন নিয়ে।
ক’দিন আগেও শরীরের ওজন নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এ মাধ্যমে আলোচিত-সমালোচিত হন তিনি। সম্প্রতি আবার নতুন ছবি ‘ধেৎতেরিকি’র নতুন লুকের জন্য যাচ্ছেন বিদেশে।
এ বিষয়ে গণমাধ্যমকে ফারিয়া বলেন, ‘ধেৎতেরিকি’তে আমাকে একেবারে আলাদা রূপে দেখা যাবে। এ কারণে চুলের ধরন পরিবর্তন করতে ভারতের একজন চুল বিশেষজ্ঞের সঙ্গে বৈঠক করব। এরপর ১০ নভেম্বর দেশে ফিরে ১৩ তারিখ সোজা থাইল্যান্ড যাব। সেখানেই চুলের রঙ করে নিব।’
প্রত্যাশানুযায়ী অভিনয় না পেয়ে দর্শক মুখ ফিরিয়ে নিচ্ছেন এ নায়িকা থেকে। তাই হাতে তেমন কাজও আসছে না তার। প্রায়ই বেকার হয়ে পড়ছেন এ নায়িকা।
১ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস