বিনোদন ডেস্ক: ছুঁই ছুঁই করে জন্মের পর থেকে ৪৩ বছর কেটে গিয়েছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের জীবন থেকে। সদ্য ৪৩ বছরে পা দিয়েছেন তিনি।
তার পরও জুনিয়ার বচ্চন ঘরণীর এখনো তরুণী নায়িকাদের মতো সমান আকর্ষণীয় বলিউডের পর্দায়। আর সেটা আবারও প্রমাণ করেছেন তিনি করণ জোহর পরিচালিত 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবিতে। ছবিটিতে রণবীরের সঙ্গে জুটি বেঁধে আলাদা নজর কেড়েছেন সাবেক এই বিশ্বসুন্দরী।
কিন্তু শুনলে হয়ত অবাক হবেন, শুরুতে সিনেমাতেই আসতেই চাননি ঐশ্বরিয়া! শখের বশে মডেলিং করতেন। সেখান থেকে পাকেচক্রে অভিনয়ের সাথে জড়িয়ে যাওয়া তার।
পড়াশুনায় ছোটবেলা থেকেই ভালো ছিলেন। ঐশ্বরিয়ার ইচ্ছে ছিল ডাক্তারি পড়ার। সেই মতো নিজেকে তৈরিও করছিলেন তিনি। কলেজে পড়ার সময় জীববিজ্ঞান সবচেয়ে বেশি ভালোবাসতেন অভিষেক-পত্নী। ইচ্ছে ছিল মেডিসিন নিয়ে পড়ারও।
তবে কপালে ছিল অন্য কিছুই লেখা। তাই প্রথমে বিশ্ব সুন্দরীর খেতাব অর্জন, তারপর বিজ্ঞাপন থেকে ধীরে ধীরে বলিউডে জড়িয়ে যাওয়া। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। এক সময় বলিউডের রানির সিংহাসনও দখল করেন তিনি।
২০০৭ সালের ২০ এপ্রিল ঐশ্বরিয়া বিয়ে করেন অভিষেক বচ্চনকে। বর্তমানে আরাধ্য নামের একটি মেয়ে রয়েছে তাদের। ১৯৭৩ সালের ১ নভেম্বর জন্ম গ্রহণ করেন এই নায়িকা। তার বাবার নাম কৃষ্ণারাজ রাই, যিনি সমুদ্র জীববিজ্ঞানী এবং মায়ের নাম ব্রিন্দা রাই, যিনি লেখিকা।
১ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস