বিনোদন ডেস্ক : ১৩ বছর একসঙ্গে ছিলেন। অবশেষে ছেদ পড়ল কমল হাসান এবং গৌতমী তাদিমাল্লার সেই সম্পর্কে। অভিনেতা কমল হাসানের সঙ্গে বিচ্ছেদের কথা জানিয়েছেন গৌতমী নিজেই। তবে এখনও তিনি কমল হাসানের (৬১) অভিনয়ের ভক্ত।
নিজের ব্লগে একটি পোস্ট করে তিনি লেখেন,‘এই সিদ্ধান্তটি নেওয়া আমার পক্ষে খুব কঠিন ছিল। হৃদয়বিদারক সত্যিটা মেনে নিতেই আমার অন্তত বছর দুয়েক সময় লেগেছে। জীবনের এই সময়ে এসে এরকম একটি সিদ্ধান্ত নেওয়া একজন মহিলার পক্ষে খুবই কঠিন। কিন্তু আমার জন্য এটা জরুরি হয়ে পড়েছিল। কারণ সবার আগে আমি একজন মা এবং নিজের সন্তানকে মানুষ করা আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়।’
৪৮ বছর বয়সি গৌতমী এবং কমল হাসান একসঙ্গে বহু সিনেমা করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ‘অপূর্বা সাগোধারাগাল’ সিনেমাটি। শেষবার ২০১৫ সালে ‘পাপানাসাম’ ছবিতে দু’জন একসঙ্গে কাজ করেছেন। আজকাল
০১ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি