বিনোদন ডেস্ক: শাহরুখ খান, ফারহান আখতার, আমির খান, সালমান খানের রাস্তায় অভিনেতা অক্ষয় কুমারও। অক্ষয় কুমারের পরবর্তী ছবি ‘গোল্ড’-এ এক হকি তারকার ভূমিকায় অভিনয় করবেন তিনি নিজে। তবে এছবি প্রাক্তন হকি তারকা ধ্যানচাঁদের জীবন থেকে অনুপ্রাণিত নয়। ক্রীড়া ব্যক্তিত্বদের ভূমিকায় অভিনয়ের ট্রেন্ড ‘চক দে ইন্ডিয়া’ দিয়ে শুরু হয়েছিল। তারপর পরবর্তী সময় বিভিন্ন ক্রীড়া ব্যক্তিত্বের চরিত্র অনস্ক্রিনে ফুটিয়ে তুলতে দেখা গিয়েছে ফারহান, আমির, সালমানকে।’ভাগ মিলখা ভাগ’-এর পর আরও বেশি বলিউডি প্রযোজক-পরিচালক ঝুঁকেছেন এধরনের ছবি তৈরির লক্ষ্যে। সেই ট্রেন্ডে নবতম সংযোজন অক্ষয় কুমার।
সামনেই মুক্তির অপেক্ষায় রয়েছে আমির খানের ‘দঙ্গল’। এখানে পালোয়ান মহাবীর ফোগাটের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মিস্টার পারফেকশনিস্টকে। সম্প্রতি অক্ষয় তাঁর পরবর্তী ছবি ‘গোল্ড’-এর পোস্টার টুইট করেছেন তাঁর টুইটার হ্যান্ডেলে। ছবিটি মুক্তি পাবে ২০১৮ সালে।
ছবিটি পরিচালনা করছেন রিমা কাগটি, প্রযোজনা করছেন ফারহান আখতার এবং রীতেশ সিধওয়ানি। ছবির পোস্ট থেকে একটা বিষয় স্পষ্ট অলিম্পিকে প্রথম সোনা জয় নিয়ে তৈরি হচ্ছে এই ছবি। ডিএনএ সংবাদপত্রে দাবি করা হয়েছে ছবিতে হকি তারকা বলবীর সিংহের চরিত্রে অভিনয় করছেন অক্ষয়। বলবীর সিংহ হলেন সেই হকি তারকা যাঁর দল ১৯৪৮ সালে প্রথমবারের জন্য অলিম্পিকের মঞ্চে ভারতকে সোনা এনে দিয়েছিলেন। কিন্তু ধ্যানচাঁদের মতো, তিনি সেভাবে পরিচিতি পাননি।-এবিপি আনন্দ
০১ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস