মঙ্গলবার, ০১ নভেম্বর, ২০১৬, ১১:৪৮:০৩

প্রিয়াঙ্কা এবার রক্তচোষা বাদুড়!

প্রিয়াঙ্কা এবার রক্তচোষা বাদুড়!

বিনোদন ডেস্ক: সম্প্রতি মুক্তি পেল ‘বেওয়াচ’ ছবির একটি পোস্টার। আর কোনও অভিনেতা-অভিনেত্রী নেই ওই পোস্টারে, রয়েছেন শুধু প্রিয়াঙ্কাই। মানে, এটা প্রিয়াঙ্কা-স্পেশ্যাল ‘বেওয়াচ’ পোস্টার! সেই পোস্টারেই সাদায়-কালোয়, ঠোঁটে রক্তের ধারা আর নিটোল উরুতে রিভলবার নিয়ে ধরা দিলেন প্রিয়াঙ্কা। এক ভ্যাম্প বা রক্তচোষার বেশে!

সংবাদ প্রতিদিন বলছে, সেই পোস্টারেই সাদা-কালোয়, ঠোঁটে রক্তের ধারা আর নিটোল উরুতে রিভলবার নিয়ে ধরা দিলেন প্রিয়াঙ্কা। এক ভ্যাম্প বা রক্তচোষার বেশে!

এর কারণও আছে। ছবিতে রয়েছেন প্রিয়াঙ্কা খলনায়িকা ভিক্টোরিয়া লিডসের চরিত্রে। তার ওপর সদ্য সেখানে গেছে হ্যালোউইনের উৎসব। যে উৎসবে সবাই সড়ক শাসন করেন ভূতপ্রেতের বেশে। প্রিয়াঙ্কাকে তাই দেখা যাচ্ছে ‘বেওয়াচ’-এর পোস্টারে ভ্যাম্পের সাজে। এক দিকে সাদার ভাগে লেখা- ‘গো অ্যাহেড অ্যান্ড বি ব্যাড’! অন্য দিকে কালোর ভাগে লেখা- ‘বুওয়াচ’!

প্রথমটার মানে বুঝতে অসুবিধা নেই! কিন্তু, এই ‘বুওয়াচ’ কী? Boo বলে আসলে ওদেশে সবাই ভূতের ভয় দেখায়। তাই প্রিয়াঙ্কার চরিত্র যা কি না দর্শকদেরও ভয় দেখাবে, সেটা স্পষ্ট করতেই এই ‘বুওয়াচ’-এর অবতারণা!
১ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে