বিনোদন ডেস্ক : দু’মিনিটেই বাজিমাত। রণবীরের ‘অ্যায় দিল...’এ সেরা সংলাপ শাহরুখের মুখে! ক্ষীরটা খেয়ে যাওয়া যাকে বলে। গোটা ছবি জুড়ে কর্ণ জোহর প্রচুর ‘পিক আপ’ লাইন রেখেছেন। তবে সেরাটা রেখে দিয়েছিলেন নিজের বেস্টির জন্য। ‘এক তরফা পেয়ার কি তাকত...’ এখন কোট করে প্রেমিকেরা হোয়াটসঅ্যাপে প্রেমিকাদের পাঠাচ্ছেন!
শাহরুখের অভিনয়, বলা ভাল অতি-অভিনয় নিয়ে বিস্তর অভিযোগ! ইদানীং চিত্রনাট্য বাছাইটাও মন দিয়ে করতে পারছেন না। কিংগ সাইজ হিটটা যে কারণে আসছে না। কিন্তু যেটা তিনি সবচেয়ে ভাল করে থাকেন, সেটা ডায়ালগবাজি। ওই ‘মুখেন মারিতং’ আর কী! সেখানে তাঁকে এ পর্যন্ত কেউ টেক্কা দিতে পারেনি।
আজ, বুধবার ৫২ বছর বয়স হবে তাঁর। ফ্লপ থেকে ব্যক্তিগত সমস্যা, সবটা সামলেছেন কথার জাদু দিয়ে। সোশ্যাল মি়ডিয়ায় একটা করে কোট আপলোড করেন, আর লক্ষ লক্ষ ভক্ত সেটা শেয়ার করেন। বিশ্বাস করেন। সাক্ষাৎকার, ভাষণে তাঁর বলা কথাগুলো নিয়ে হেডলাইন হতে থাকে। এটাই শাহরুখের স্ট্রিট স্মার্ট ক্যারিশমা।
বিগড়ে যাওয়া পরিস্থিতি স্রেফ কথা দিয়ে সামলে দিতে পারেন। আবার কথা দিয়ে পরিস্থিতি বিগড়েও দিতে পারেন। যেমন ‘অসহিষ্ণুতা’ বিতর্কে করেছিলেন।
বিভিন্ন জায়গায় শাহরুখ মাঝে মধ্যেই উদ্ধৃতি ছেড়ে দেন। সেগুলো নিয়ে কাঁটাছেঁড়া চলতে থাকে। কিছুদিন আগে গ্লোবাল আইকন অ্যাওয়ার্ড পেয়েছেন। সেখানেই বলেছেন, ‘‘আমার বাড়ির কুকুরটা তো আমাকে আইকন মনে করে না!’’
নিজেকে নিয়ে যে মানুষটা মজা করতে পারেন, তাঁকে গুরুত্ব দিতেই হয়। শাহরুখ এমন এক ব্যক্তিত্ব, যাঁকে যে কোনও প্রশ্ন করা যেতে পারে। বাঁকাচোরা প্রশ্নকেও তিনি নিজের সেন্স অফ হিউমার দিয়ে সরল করে নিতে পারেন। অমিতাভ বচ্চন থেকে সলমন খান সকলেই কোনও না কোনও সময়ে সাক্ষাৎকার দিতে গিয়ে বিরক্ত হয়ে উঠে গিয়েছেন। কিংবা সাংবাদিকদের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন। শাহরুখ কিন্তু মিডিয়ার ডার্লিং। একবার এক সাংবাদিক শাহরুখকে প্রশ্ন করেছিলেন, আপনি কি বাইসেক্সুয়াল? তাঁর সটান জবাব ছিল, ‘‘না, আমি ট্রাইসেক্সুয়াল!’’
সাক্ষাৎকারে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করার ক্ষেত্রে নানারকম বিধিনিষেধ থাকে। শাহরুখের ক্ষেত্রে সে সবের বালাই নেই। স্মার্টনেস হি কাফি হ্যায়!
তিনি যখন শাহরুখ খান, তখন নায়িকাদের নিয়ে গসিপ তো থাকবেই। সেখানে শাহরুখের জবাব, ‘‘আমি তারকা। কুড়ি বছর ধরে সেরা সুন্দরীদের সঙ্গে কাজ করছি। শুনতে পাই, আমি নাকি নায়িকাদের সঙ্গে শুয়ে থাকি। পুরুষ পার্টনার আছে। যদিও এগুলোর একটা কথাও গৌরী পাত্তা দেয় না। ও জানে ওসব করার মতোও সময় নেই আমার।’’
‘দিলওয়ালে’ ফ্লপ করার পর এক সাংবাদিক শাহরুখকে প্রশ্ন করেছিলেন, কবে অন্য ধরনের ছবি করা শুরু করবেন? কিংগ খান বলেছিলেন, ‘‘যেদিন আপনি অন্য রকম প্রশ্ন করা শুরু করবেন। ভাল প্রশ্ন। সেদিন থেকে।’’
শাহরুখ ফেসবুকে নিজের পরিচয়ে ‘মেন্টর’ লিখে রেখেছেন। মেন্টর তো বটেই। তাঁর দর্শন নিয়ে এসআরকে ভক্তেরা আকুল! যে কারণে গৌরী শিন্দে তাঁর ‘ডিয়ার জিন্দেগি’তে শাহরুখকে মেন্টরের ভূমিকা দিয়েছেন। যেখানে শাহরুখ জীবনদর্শনের পাঠ পড়ান আলিয়াকে। ছবির টিজারগুলো যে কারণে এখন থেকেই হিট।
আসলে শাহরুখ যা বলেন, সেটাই হিট হয়ে যায়। ‘অ্যায় দিল...’এ রণবীর কপূর যতই কাঁপিয়ে দিন, শাহরুখ স্ক্রিনে এলে সিটির ডেসিবেল আরও জোরদার হয়। এখনও। এই ৫২’তেও! -এবেলা।
০২ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম