বুধবার, ০২ নভেম্বর, ২০১৬, ০১:৩০:১৫

‘আইরিনের ‘এক পৃথিবী প্রেম’ দেখে চোখের জলে ভিজবেন দর্শক’

‘আইরিনের ‘এক পৃথিবী প্রেম’ দেখে চোখের জলে ভিজবেন দর্শক’

বিনোদন ডেস্ক: ‘এক পৃথিবী প্রেম’ ২১ অক্টোবর ঘোষিত তারিখে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু হয়নি।  কারণ ছবিটির ব্যবসায়িক ক্ষতির কথা চিন্তা করে পরিচালক মুক্তির তারিখ পিছিয়ে দিয়েছেন।  এবার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৩ ডিসেম্বর মুক্তি পাবে সুপারহিট এই ছবিটি।

এবার আর পেছানো হবে না বলে পরিচালকের সঙ্গে জোর গলা মেলাচ্ছেন নায়িকা আইরিনও।  এ প্রসঙ্গে পরিচালক জানান, ‘এর আগে আইরিন অভিনীত কয়েকটি ছবিতে তার অভিনয় দেখেছি।  কিন্তু আমার ছবিতে দর্শক নতুন এক আইরিনকে খুঁজে পাবেন।  আমার বিশ্বাস তার অভিনয়ে দর্শক মুগ্ধ হবেন, তার চোখের জলে দর্শকও ভিজবেন।

পরিচালকের উচ্ছ্বসিত প্রশংসার প্রতিউত্তরে আইরিন বলেন, অলিক ভাই আমাকে এই ছবিতে অভিনয়ে দারুণভাবে সহযোগিতা করেছেন। সব মিলিয়ে আমার চরিত্রটি আমি যথাযথভাবে ফুটিয়ে তুলতে পেরেছি। এটা আমার জন্য একটা বড় চ্যালেঞ্জও ছিল।
২ নভেম্বর, ২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে