বিনোদন ডেস্ক: এবার ঢাকাইয়া চলচ্চিত্রের গুণী অভিনেতা আলীরাজ জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির বাবা রুপে সিনেমার পর্দায় আসছেন।
জানা গেছে, মোস্তাফিজুর রহমান মানিক এর নতুন ছবি ইফতেখার সাইমন সাদিকের বিপরীতে নায়িকা মাহিয়া মাহির নাম ঘোষণা করা হয়। অভিনেতা আলীরাজকে ‘ইফতেখার’ সিনেমায়। দেখা যাবে নায়িকা মাহিয়া মাহির বাবার চরিত্রে।
এ প্রসঙ্গে আলীরাজ বলেন, এই সিনেমায় আমার চরিত্রটাও ভিন্ন ধরনের। এমন গল্পে খুব কম চলচ্চিত্রই হয়েছে। সবকিছু মিলিয়ে আশা করছি ছবিটি যেমন সর্বস্তরের দর্শকের মন জয় করবে তেমনি এটা ব্যবসাসফলও হবে।
২ নভেম্বর, ২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস