বিনোদন ডেস্ক: গেল ১৬ ও ১৭ অক্টোবর ‘হাইহিল’ শিরোনামের একটি নাটকে মীর সাব্বিরের বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী রুখসানা আলী হীরা। আর নাটকের শুটিং করতে গিয়ে নেপালের প্রেমে পড়ে যান বলে জানান সুন্দরী এই অভিনত্রেী।
এই নাটকটি রচনা করেছেন জাকির হোসেন বাবর আর পরিচালনা করেছেন সঞ্জীব সাহা। । হীরা বলেন, ‘খুব ভালো গল্পের একটি নাটকে কাজ করছি। তবে সবচেয়ে মজার বিষয় হলো নেপালের নিরিবিলি আর সবুজ পরিবেশের প্রেমে পড়ে গেছি।’
খুব শিগগিরই আরটিভিতে নাটকটি প্রচার হবে। এছাড়া হীরা অভিনীত ‘ব্যাক বেঞ্চার’ ধারাবাহিক নাটকটি এসএ টিভিতে ও ‘তুমি আমি ভীষণ একা’ ধারাবাহিকটি চ্যানেল আইয়ে প্রচার হচ্ছে।
২ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস