বুধবার, ০২ নভেম্বর, ২০১৬, ০৫:২৯:০৭

মাত্র ৪ দিনেই ১২১.২১ কোটি টাকা ব্যবসা করল ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’!

মাত্র ৪ দিনেই ১২১.২১ কোটি টাকা ব্যবসা করল ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’!

বিনোদন ডস্ক: ২৮ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলিউড পরিচালক করণ জোহরের বহু বিতর্কিত ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। ছবিটি মুক্তি পাওয়ার আগে থেকেই প্রচুর বিতর্ক হয়।

ছবিতে পাক অভিনেতার উপস্থিতি থেকে শুরু করে ছবির দৃশ্য এবং সব শেষে কিংবদন্তি গায়ক মোহম্মদ রফি প্রসঙ্গে অপমানজনক মন্তব্যের সংলাপ, সব মিলিয়ে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ঘিরে বিতর্কই বিতর্ক। এত বিতর্ক পেরিয়েও বক্স অফিসে দারুন সাফল্য পেল ছবিটি। মাত্র ৪ দিনেই ১০০ কোটি পেরিয়ে ফেলেছে রণবীর কাপুর-অনুষ্কা শর্মা-ঐশ্বর্য রাই অভিনীত ছবি।

ANI থেকে পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে যে, বিশ্বব্যাপী ১২১.২১ কোটি টাকার ব্যবসা ইতিমধ্যেই করে ফেলেছে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। একই দিনে মুক্তি পেয়েছে অজয় দেবগণের পরিচালিত ছবি ‘শিবায়’ও। ফলে বক্স অফিসে জোর লড়াই লেগে গিয়েছে দুটি ছবিকে কেন্দ্র করে। জি নিউজ
২ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে