বুধবার, ০২ নভেম্বর, ২০১৬, ০৮:৪৪:৪৪

বাবা’ হতে চাইছেন ব্যাচেলর রণবীর! তবে কি বিয়ে করছেন রণবীর-দীপিকা?

বাবা’ হতে চাইছেন ব্যাচেলর রণবীর! তবে কি বিয়ে করছেন রণবীর-দীপিকা?

বিনোদন ডেস্ক: হ্যাঁ, ঠিকই পড়ছেন। নিজের সন্তান চাইছেন বলিউডের এই মোস্ট এলিজেবল ব্যাচেলর। অ্যা়ডপ্টেড নয়, বরং বায়োলজিক্যাল চাইল্ডই চাই তাঁর। সম্প্রতি এক সাক্ষাত্কারে নিজের এই সুপ্ত ইচ্ছের কথা শেয়ার করেছেন রণবীর সিংহ।

রণবীরের কথায়, ‘‘আমার জীবনে একটা সময় ছিল কোনও রিলেশন ছিল না। আমি সমস্ত সম্পর্ক ছেঁটে ফেলেছিলাম। কিন্তু এখন আমি একদম আলাদা মানুষ। অনেক পরিবর্তন এসেছে আমার জীবনে। আমি শিশু ভালবাসি। খুব তাড়াতা়ড়ি আমি ফ্যামিলি ম্যান হতে চাই। আমার বায়োলজিক্যাল ঘড়ি চলতে শুরু করে দিয়েছে।’’

রণবীরের এই সাক্ষাত্কারের পরই নতুন গুঞ্জন শুরু হয়েছে বি-টাউনে। দীপিকা পাড়ুকোনের সঙ্গে তাঁর সম্পর্কের কথা অজানা নয়। যদিও মাঝে তাঁদের সম্পর্কে কিছু সমস্যা এসেছিল। তবে এখন আবার কাছাকাছি এসেছেন তাঁরা। তাই অনেকেরই প্রশ্ন, এ বার কি বিয়ে করছেন রণবীর-দীপিকা? সে কারণেই আগাম ফ্যামিলি প্ল্যানিংয়ের ইঙ্গিত?-আনন্দবাজার
২ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে