বিনোদন ডেস্ক : ‘টিউবলাইট’-এর শ্যুটিংয়ে ব্যস্ত। তারই ফাঁকে ‘দঙ্গল’-এর ট্রেলার দেখে ফেললেন সালমান খান। ইতিমধ্যেই কুস্তির প্রেক্ষাপটে সালমানের ‘সুলতান’ মেগাহিট। তার রেশ কাটতে না কাটতেই এবার আসছে ‘দঙ্গল’। আমিরের এই ফিল্মেরও বিষয়বস্তু সেই কুস্তিই।
সালমান দঙ্গলের ট্রেলর দেখে বলছেন, ‘কিছু অংশ দেখে সুলতানের কথা মনে পড়ে যাচ্ছে। তুলনা এলেও ক্ষতি নেই। আমি দঙ্গলের গল্প শুনেছি। সুলতানের থেকে সেটা ভাল।’ কী কী মিল আছে? ঘনিষ্ঠমহলে সালমান নাকি বলেছেন, ‘দঙ্গলে স্কুটার চালানোর দৃশ্য, হরিয়ানার উচ্চারণে কথা বলা, কুস্তির দৃশ্য। অনেক কিছুর সঙ্গেই সুলতান-এর সঙ্গে দঙ্গলের মিল আছে।’
দুটো সিনেমাই কুস্তিগীরের জীবনের ওপর তৈরি। তাই তুলনা আসা স্বাভাবিক। মুক্তি পাওয়ার আগে সুলতান দেখে টিম দঙ্গল ঠিক করেছে কিছুতেই যেন দুটো সিনেমায় কোনও মিল থাকে। এ-ও শোনা যাচ্ছে, দঙ্গলে বেশ কিছু পরিবর্তন এনেছেন আমির স্বয়ং। আজকাল
০২ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি