বুধবার, ০২ নভেম্বর, ২০১৬, ১০:৩৪:৩৫

জন্মদিনে ছেলের থেকেই সেরা উপহার পেলেন শাহরুখ!

জন্মদিনে ছেলের থেকেই সেরা উপহার পেলেন শাহরুখ!

বিনোদন ডেস্ক: ছেলে বড় হয়ে গিয়েছে৷ লেখাপড়ার জন্য বিদেশে থাকেন৷ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শাহরুখ তনয় আরিয়ান খানের জীবনযাপনও পাল্টে গিয়েছে৷ এবছর দিওয়ালিতে থাকতে পারেননি পরিবারের সঙ্গে৷ বদলে বন্ধুদের সঙ্গে চুটিয়ে হ্যালুইন পার্টি করেছেন৷

কিন্তু আজকের দিনটা তো দিওয়ালির থেকেও খানিক বেশি স্পেশাল৷ বুধবার ২ নভেম্বর তাঁর বাবা শাহরুখ খানের জন্মদিন৷ এদিনটা যে কোনও সিনেপ্রেমীর কাছেই খুব স্পেশাল৷ সকাল থেকেই তাই ‘জবরা ফ্যান’দের ভিড় মন্নতের সামনে৷

কিন্তু বাবার জন্মদিনের সেরা উপহারটা মনে হয় ছেলে আরিয়ানই দিলেন৷ সোশ্যাল মিডিয়ায় ভীষণ সুন্দর এক বার্তায় নিজের জীবনে বাবা শাহরুখ খানের কথা বললেন তিনি৷ এসআরকের জন্মদিন উপলক্ষে ইনস্টাগ্রামে একটি বার্তা পোস্ট করেছেন আরিয়ান৷ লিখেছেন, “উনি শিশুদের মতো খেলতে পারেন৷ প্রয়োজন পড়লে বন্ধুর মতো উপদেশ দিতে পারেন৷ আবার বিপদে পড়লে রক্ষীর মতো আগলে রাখতে পারেন৷ শুভ জন্মদিন৷ ভালবাসা৷-সংবাদ প্রতিদিন
২ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে