বৃহস্পতিবার, ০৩ নভেম্বর, ২০১৬, ০৪:৪৬:৩০

‘‌পদ্মাবতী’‌কে আগলে রাখছেন বনসালি!

‘‌পদ্মাবতী’‌কে আগলে রাখছেন বনসালি!

বিনোদন ডেস্ক : ‘‌পদ্মাবতী’‌–র সাজে দীপিকাকে কেমন লাগছে?‌ ‘‌আলাউদ্দিন’‌ রণবীর সিংই বা কেমন?‌ রানা রতন সিংয়ের চরিত্রে শহিদ কাপুরকে কতটা মানিয়েছে?‌ আপাতত এসব কিছুই জানা যাচ্ছে না। কারণ সঞ্জয়লীলা বনসালি।

বরাবরের মতো তার শুটিং সেটে কড়া নিরাপত্তা। নায়ক–নায়িকাদের তাঁবুর আড়ালে মেকআপ ভ্যান থেকে সেটে নিয়ে যাওয়া হচ্ছে। যাতায়াতের সময় কর্মীরা তাদের চারপাশে ধরে রয়েছেন সেই তাঁবু, যাতে এক ঝলকও কেউ না দেখতে পারে। ১ নভেম্বর থেকে শুরু হয়েছে ছবির শুটিং। শুটিংয়ে মোবাইল নিয়ে আসা বারণ। এমনকি অভিনেতারা কোনও আত্মীয়–স্বজনকেও আনতে পারবেন না। বনসালি অবশ্য বরাবরই এ রকম কড়া। ‘‌বাজিরাও মস্তানি’‌ ছবির সেটে প্রিয়াঙ্কার মাকে প্রবেশেরও অনুমতি দেননি। আজকাল

০৩ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে