বিনোদন ডেস্ক : আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে যখন সারা বিশ্বে যখন আলোচনা তুঙ্গে তখনই সেই আলোচনায় ঢুকে পড়লো বলিউড। সৌজন্যে বলিউডের ভাইজান সালমান খান।
ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিন্টনকে সমর্থন করছেন সালমান খান। তিনি ট্যুইট করে হিলারিকে শুভেচ্ছা জানিয়েছেন। সালমানের আশা, সাবেক ফার্স্ট লেডি এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন এবং সংবিধান ও মানবিক মূল্যবোধ মেনে চলবেন।
৮ তারিখ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হতে চলেছে। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলছে হিলারির। হলিউডের অনেক তারকাই হিলারির সমর্থনে এগিয়ে এসেছেন। এবার বলিউড থেকেও সমর্থন পেলেন হিলারি। তাও আবার সালমান খানের মতো সুপারস্টারের কাছ থেকে।
০৫ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি