বিনোদন ডেস্ক: ‘বালিকা বধূ’-র আনন্দী চরিত্রের জন্যই মূলত জনপ্রিয় হয়েছিলেন টেলিভিশন অভিনেত্রী প্রত্যুষা ব্যানার্জি। যদিও তারপর বিগ বসের মঞ্চের মাধ্যমেও যথেষ্ট পরিচিতি লাভ করেছিলেন। তারপর তো আচমকাই সবাইকে এপ্রিল ফুল করে দিয়ে চলে গেলেন। তাঁর মৃত্যু রহস্য, রহস্যই থেকে গেল।
প্রত্যুষা ব্যানার্জির আত্মহত্যার ঘটনায় তাঁর প্রেমিক রাহুল রাজ সিংকে পুলিস গ্রেফতার করেছিল। পরে যদিও তিনি জামিনে ছাড়াও পেয়ে যান। এবার প্রত্যুষা ব্যানার্জির মৃত্যু রহস্যে নতুন মোড় নিল। চাঞ্চল্যকর দাবি করলেন প্রত্যুষার বাবা শেখর এবং মা সোমা ব্যানার্জির আইনজীবী নীরজ গুপ্তা।-জিনিউজ
৫ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস