রবিবার, ০৬ নভেম্বর, ২০১৬, ১২:৪৭:১৫

যুক্তরাষ্ট্রে ফারুকীর আতঙ্কের রাত

যুক্তরাষ্ট্রে ফারুকীর আতঙ্কের রাত

বিনোদন ডেস্ক : নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গেছেন। সেখানে মোশন পিকচার অ্যাসোসিয়েশন অফ আমেরিকার একটি সেলিব্রেশন ইভেন্টে অংশ নেবেন। রওনা দেওয়ার সময় এমিরেটস বিমানে ইন্টারনেট পেয়ে লিখেছিলেন 'আকাশে শান্তির নীড়' কিন্তু ওয়াশিংটন পৌঁছে সে শান্তি আর রইল কই?  ওয়াশিংটনের রাতটা শুরু হলো আতঙ্ক দিয়ে। এই নির্মাতা নিজের ফেসবুক স্পোস্টে লিখেছেন-

ওয়াশিংটন ডিসিতে আতঙ্কিত রাত। হোটেলে বসে আড্ডা দিচ্ছিলাম। ভেতরের ঘরে তিশা ঘুমাচ্ছে। হঠাৎ প্রচণ্ড জোরে সাইরেন আর সাথে পাবলিক অ্যানাউন্সমেন্ট। ফায়ার। কোনদিকে ভাগবো খুঁজতে খুঁজতে প্যাসেজে আসি। একটু পর ঘোষণা 'সব ঠিক আছে, রুমে ফিরে যান'! পাঁচ মিনিট পর আবার সাইরেন। এ রকম চারবার অ্যালার্মের সিঁড়ি বেয়ে নিচে। শেষে জানা গেল সব ঠিক আছে। বাইরে ফায়ার সার্ভিস। ভয়ে কলিজা নাই। সাইরেনের চেয়েও বেশি ভীতিকর ছিল ওই গম্ভীর গলার 'অ্যাটেনশন প্লিজ'। অলমোস্ট হ্যাড হার্ট অ্যাটাক। আল্লাহই জানে রাতে ঘুমাবো কিভাবে? দোয়া করবেন। উফফফফ। এই জন্যই কি আমেরিকা আসছিলাম? -কালের কন্ঠ।
০৬ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে