রবিবার, ০৬ নভেম্বর, ২০১৬, ০৪:৫২:৩৮

বছরে মাত্র ৫ কোটিতে কি হবে: দেব

বছরে মাত্র ৫ কোটিতে কি হবে: দেব

বিনোদন ডেস্ক : সাংসদদের এলাকা পিছু বরাদ্দ বছরে পাঁচ কোটি। একটি লোকসভার মধ্যে থাকে সাতটি বিধানসভা। অর্থাৎ, একেকটি বিধানসভার জন্য মাত্র সত্তর লাখ। এই টাকায় কতটুকুই বা কাজ করা যায়? প্রশ্ন তুললেন পশ্চিমবঙ্গের ঘাটালের সাংসদ ও অভিনেতা দীপক অধিকারী (দেব)।

নিজের এলাকায় তিনি একটি বিজয়া সম্মেলনীর আয়োজন করেন। স্থানীয় জনপ্রতিনিধিরা যেমন ছিলেন, তেমনই ছিলেন দলীয় পদাধিকারিরাও। সেখানে দেব বলেন, এই টাকায় সব সমস্যার সমাধান করা যায় না। তবু সবার কথা শোনার চেষ্টা করি। মানুষ কী চাইছেন, তা বোঝার চেষ্টা করি। তারপর দিদিকে জানাই। তিনি যা নির্দেশ দেন, সেই অনুযায়ী কাজ করি।

ডেবরায় একটি রাস্তা নির্মাণ নিয়ে সমস্যা চলছে। বাম আমলে কংসাবতী নদীর উপর সেতু তৈরি হলেও সংযোগকারী রাস্তা হয়নি। জমি নিয়ে সমস্যা হচ্ছে। এই নিয়ে স্থানীয় মানুষের সঙ্গেও কথা বলেন সাংসদ দেব। বলেন, যা ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, তা প্রয়োজনের তুলনায় কম। তাই এই নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে হবে। সবার সহযোগিতা নিয়েই উন্নয়ন হবে। আজকাল

০৬ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে